×

জাতীয়

বঙ্গবন্ধু মেডিকেলে বিএনপি নেতাকর্মীদের ভিড়

Icon

nakib

প্রকাশ: ২৪ মার্চ ২০২০, ০৬:৩৪ পিএম

বঙ্গবন্ধু মেডিকেলে বিএনপি নেতাকর্মীদের ভিড়

বিএনপির নেতাকর্মীদের ভিড়

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সাজা ছয় মাসের জন্য স্থগিত রেখে তাঁকে মুক্তি দেয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। গণমাধ্যমে এই সিদ্ধান্তের বিষয়টি প্রচারের পরপরি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে বিএনপির নেতাকর্মীরা হাসপাতালে ভিড় জমায়। নেতাকর্মীরা জানায় দেশে বৈশ্বিক পরিস্থিতির মধ্যে দলের চেয়ারপারসন মুক্তিতে তারা খুব আনন্দিত। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, টেলিভিশনের কলে দেখতে পেয়ে ম্যাডামকে আজ মুক্তি দেয়া হচ্ছে। সেটা দেখে ছুটে এসেছি। আমি মনে করি সারা দেশে আমাদের নেতাকর্মীদের যে যে উদ্বিগ্নতা সেটা কিছুটা হলেও অবসান হবে। বিশ্বজুড়ে করোনা পরিস্থিতির মধ্যে আমাদের নেত্রী মুক্তি পাচ্ছে সেটা আমাদের কিছু হলেও স্বস্তি দিচ্ছে। হাসপাতালে নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ সদস্যদের সঙ্গে কথা বলে জানা যায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির বিষয়ে তারাএখনও কিছু জানেন না। বিএনপির ভাইস চেয়ারম্যান এইচ এম জাহিদ হোসেন বলেন, চেয়ারপারসন মুক্তি সংক্রান্ত সুপারিশ ফাইল আইন মন্ত্রণালয় থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। আশা করি আজ ম্যাডাম মুক্তি পাবেন। তিনি বলেন, ম্যাডামকে এখান থেকে বিশেষায়িত হাসপাতাল কিংবা বাসায় নিবে এই ব্যাপারে এখনো দল বা পরিবারের পক্ষ থেকে কোনো সিদ্ধান্ত জানানো হয়নি। ২ বছর ১ মাস ১৫ দিন পর কারাগার থেকে মুক্তি পেয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। যদিও এর আগে আইনমন্ত্রী আনিসুল হক আজ মঙ্গলবার তাঁর বাসায় সংবাদ সম্মেলন জানান, খালেদা জিয়া নিজ বাসায় থেকে চিকিৎসা নিতে পারবেন। তিনি বিদেশে যেতে পারবেন না। অন্য হাসপাতালেও চিকিৎসা নিতে পারবেন না। হাসপাতাল উপস্থিত রয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান এজেডএম জাহিদ হোসেন, খায়রুল কবির খোকন, হাবিব-উন-নবী খান সোহেল ছাত্রদল ও যুবদলের অসংখ্য নেতাকর্মী।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App