×

রাজধানী

প্রবাসীরা থানায় যোগাযোগ না করলে আইনি ব্যবস্থা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৪ মার্চ ২০২০, ০১:০৮ পিএম

প্রবাসীরা থানায় যোগাযোগ না করলে আইনি ব্যবস্থা

পু‌লিশ হেড‌কোয়ার্টার্স

১ মার্চ ২০২০ হতে দেশে আগত পাসপোর্টে বর্ণিত ঠিকানা ব্যতীত অন্য ঠিকাায় অবস্থানকারী সকল প্রবাসী বাংলাদেশীকে নিকটস্থ থানায় যোগাযোগ করে তাদের বর্তমান অবস্থান ও মোবাইল নম্বর জানাতে অনুরোধ জানিয়েছে পু‌লিশ হেড‌কোয়ার্টার্স। অন্যথায় তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানানো হয়েছে।

মঙ্গলবার (২৪ মার্চ) পু‌লিশ হেড‌কোয়ার্টার্স এর পক্ষ থেকে এক গণমাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

সারাবিশ্বে মহামারি আকার ধারণ করেছে করোনা ভাইরাস। এর প্রাদুর্ভাব পড়েছে বাংলাদেশেও। করোনায় বাংলাদেশে এ পর্যন্ত আক্রান্ত হয়েছে ৩৩ জন। এর মধ্যে মারা গেছে তিনজন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন পাঁচজন।

এদিকে সারাবিশ্বে এই ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে ১৬ হাজার ৫৫৮ জন। করোনায় বিশ্বে আক্রান্ত হয়েছে তিন লাক্ষ ৮১ হাজার ৬৪৯ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন এক লাক্ষ দুই হাজার ৪২৯ জন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App