×

জাতীয়

নিম্ন আয়ের মানুষদের ৬ মাসের অর্থ সহায়তার আহ্বান

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৪ মার্চ ২০২০, ০৭:৩০ পিএম

করোনা সংক্রমণ রোধে হকার, রিক্সাচালকসহ শ্রমজীবী ও নিন্ম আয়ের মানুষদের ৬ মাসের খাদ্যদ্রব্যসহ নগদ অর্থ সহায়তা দেবার আহ্বান জানিয়েছে বাম গণতান্ত্রিক জোট।মঙ্গলবার (২৪ মার্চ )জোটের কেন্দ্রীয় পরিচালনা পরিষদের সমন্বয়ক ও বাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য বজলুর রশীদ ফিরোজ ও কেন্দ্রীয় পরিচালনা পরিষদের সদস্য সিপিবি’র সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, সাধারণ সম্পাদক শাহ আলম, বাসদ সাধারণ সম্পাদক খালেকুজ্জামান, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, বাসদ (মার্কসবাদী)’র সাধারণ সম্পাদক মুবিনুল হায়দার চৌধুরী, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকী, কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন নান্নু, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পদক মোশরেফা মিশু, সমাজতান্ত্রিক আন্দোলনের আহ্বায়ক হামিদুল হক সংবাদপত্রে দেয়া এক বিবৃতিতে বলেন, করোনা ভাইরাসের সংক্রমণে সবচেয়ে সংকটে পড়েছে দেশের দিন এনে দিন খাওয়া শ্রমজীবী ও নিন্ম আয়ের সাধারণ মানুষ। তাদের একদিকে করোনা ভাইরাস সংক্রমণের ভয় অন্যদিকে জীবীকা হারানোর ভয়। বিবৃতিতে বলা হয়, ইতিমধ্যে সতর্কতার জন্য সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান আগামী ৪ এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। রাস্তায় জনসমাগম নিষিদ্ধ করা হয়েছে। এর ফলে হকার, রিক্সাচালকদের জীবীকা মারাত্মক হুমকীর মুখে। তাদের দৈনন্দিন আয় শুন্যের কোঠায়। এমতাবস্থায় বাম গণতান্ত্রিক জোটের নেতৃবৃন্দ বন্ধ হয়ে যাওয়া কারখানা, পরিবহন, নির্মাণ, হকার, রিক্সাচালকসহ শ্রমজীবী ও নিন্ম আয়ের মানুষদেরকে আগামী ৬ মাসের জন্য খাদ্যদ্রব্য ও নগদ অর্থসহায়তা প্রদানের জন্য সরকারের প্রতি জোর দাবি জানিয়েছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App