×

জাতীয়

এবার আনোয়ার খানের চিকিৎসকরাও হোম কোয়ারেন্টাইনে

Icon

nakib

প্রকাশ: ২৪ মার্চ ২০২০, ০৮:৩০ পিএম

ডেল্টা হাসপাতালের পর এবার হোম কোয়ারেন্টাইনে গেলেন আনোয়ার খান মর্ডান হাসপাতালে চিকিৎসকরা। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে টোলারবাগের এক ব্যক্তি ডেল্টা হাসপাতালের আইসিইউতে মারা যাবার পর ওই হাসপাতালের চিকিৎসকদের একটি বড় অংশ কোয়ারেন্টাইনে যান। গতকাল মঙ্গলবার হাসপাতালে ভর্তি থাকা এক রোগী ২২ মার্চ আইসিইউতে মারা গেলে আনোয়ার খান মর্ডান হাসপাতালেরও চিকিৎসকদের বড় একটি অংশ হোম কোয়ারেন্টাইনে যান। বন্ধ করে দেয়া হয় হাসপাতালের আইসিইউ। হাসপাতাল সূত্রে জানা যায়, হাসপাতালে চিকিৎসাধীন ওই ব্যক্তির মৃত্যুর পর তার নমুনা পাঠানো হয় আইইডিসিআরে। সোমবার রাতে ওই নমুনা পরীক্ষার রিপোর্ট হাতে পায় হাসপাতাল কর্তৃপ¶। নমুনায় করোনার উপস্থিতির প্রমাণ মিলেছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App