×

সাহিত্য

কালরাত স্মরণে ১৪ বিশিষ্ট নাগরিকের বিবৃতি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৪ মার্চ ২০২০, ০৮:৫৮ পিএম

কালরাত স্মরণে ১৪ বিশিষ্ট নাগরিকের বিবৃতি

মোমবাতি প্রজ্জ্বলন

২৫ মার্চ গণহত্যার কালরাত স্মরণ ও করোনা ভাইরাসে মৃত্যুবরণকারীদের আত্মার শান্তি কামনায় মোমবাতি প্রজ্জ্বলনের আহ্বান জানিয়ে বিবৃতি দিয়েছেন ১৪ বিশিষ্ট নাগরিক। বিবৃতিদাতারা হলেন- অধ্যাপক আনিসুজ্জামান, অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী, অধ্যাপক অনুপম সেন, কামাল লোহানী, সৈয়দ হাসান ইমাম, রামেন্দু মজুমদার, ড. সরোয়ার আলী, ফেরদৌসী মজুমদার, মামুনুর রশীদ, নাসির উদ্দিন ইউসুফ, আবেদ খান, গোলাম কুদ্দুছ, ডা. কামরুল হাসান খান ও হাসান আরিফ।

বিবৃতিতে জানানো হয়- বর্তমানে বিশ্ব এক কঠিন পরিস্থিতি অতিক্রম করছে। করোনা ভাইরাসের সংক্রমণে ইতোমধ্যে বিভিন্ন দেশে অসংখ্য মানুষের মৃত্যু ঘটেছে। বাংলাদেশে এ ভাইরাস ব্যাপকহারে ছড়িয়ে পড়ার শঙ্কা দেখা দিচ্ছে। উদ্ভুত পরিস্থিতিতে ১৯৭১ সালের গণহত্যার কালরাত্রি স্মরণ, করোনা ভাইরাসে মৃত্যুবরণকারীদের আত্মার শান্তি এবং বিশ্ব মানবের কল্যাণ কামনায় আগামী ২৫ মার্চ রাত সাড়ে ১০টায় প্রত্যেক বাসা ও বাড়িতে মোমবাতি প্রজ্জ্বলনের জন্য সবার প্রতি আহ্বান জানান এবং করোনা প্রতিরোধে সরকার ও স্বাস্থ্য অধিদপ্তরের সকল নির্দেশনা জনস্বার্থে পুরোপুরি মেনে চলার আহ্বান জানানো হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App