×

পুরনো খবর

করোনায় গণপরিবহনে এখনো যাত্রীদের গাদাগাদি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৪ মার্চ ২০২০, ১২:১৯ পিএম

করোনায় গণপরিবহনে এখনো যাত্রীদের গাদাগাদি

মিরপুরে বিহঙ্গ বাসের চিত্র। ছবি: ভোরের কাগজ।

করোনায় গণপরিবহনে এখনো যাত্রীদের গাদাগাদি

বাসে একজনের সঙ্গে দাঁড়িয়ে আছেন আরেকজন। ছবি: ভোরের কাগজ।

দেশসহ সারাবিশ্বে এখন বিরাজ করছে করোনা আতঙ্ক। অনেক দেশে ইতোমধ্যে ছড়িয়ে পড়েছে এর ভয়াবহতা। বাংরাদেশেও নেয়া হয়েছে নানা পদক্ষেপ এবং ২৬ মার্চ থেকে সারা দেশে লকডাউন করারও ঘোষণা দেয়া হয়েছে। কিন্তু তারপরেও বাসে গাদাগাদি করে উঠতে দেখা গেছে যাত্রীদের। এমনকি বাসের ভেতরে একজেনের সঙ্গে আরেকজনকে গা ঘেঁষে দাঁড়িয়ে থাকতে দেখা যায়।

 মঙ্গলবার (২৪ মার্চ) রাজধানীর বাসে বিশেষ করে মিরপুর রুটে অফিস শুরুর সময়ে এ চিত্র দেখা গেছে।

দেশের এই ক্রান্তিকালে এখনো এভাবে যাত্রী নেয়ার বিষয়ে বাসগুলোর হেল্পার ও ড্রাইভারের কাছে জানতে চাইলে তারা বলেন, মালিককে টাকা কি আমাদের পকেট থেকে দিব? দেশের খারাপ অবস্থা কিন্তু আমাদের তো চলতে হবে। মাস্ক পড়ছি আশা করি সমস্যা হবে না।

[caption id="attachment_211092" align="aligncenter" width="687"] বাসে একজনের সঙ্গে দাঁড়িয়ে আছেন আরেকজন। ছবি: ভোরের কাগজ।[/caption]

বাস অনেক থাকা সত্ত্বেও কেন ভরা বাসে উঠে গাঁ ঘেষে দাঁড়িয়ে আছে জানতে চাইলে যাত্রীরা বলেন,  অফিসে ঠিক সময়ে যেতে হবে। মৃত্যু যখন হওয়ার তখন হবে, বেশি ভয় করে লাভ নেই। আবার কেউ কেউ বলেন, যেই বাস আগে পাইসি সেইটাতেই উঠে পড়ছি। সময় এখন ভালো না ঠিক আছে, কিন্তু...।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App