×

জাতীয়

স্বাধীনতা দিবসে বিএনপির কর্মসূচিও বাতিল

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৩ মার্চ ২০২০, ০৯:৫৭ পিএম

স্বাধীনতা দিবসে বিএনপির কর্মসূচিও বাতিল
করোনাভাইরাস সংক্রামণের ব্যাপকতায় পরিপ্রেক্ষিতে স্বাধীনতা দিবসের সকল কর্মসূচি বাতিল করেছে বিএনপি। গতকাল সোমবার রাতে সাংবাদিকদের কাছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলের এই সিদ্ধান্তের কথা জানান। তিনি বলেন, কোনো রকমের জনসমাবেশ-সমাবেশ যেন না হয় তার জন্য নেতা-কর্মীদেরকে দৃষ্টি রাখার আহ্বান জানাচ্ছি। নেতা-কর্মীদের বলেছি যে যে অবস্থায় আছে, নিজেদেরকে সাবধান রেখে জনগনের মধ্যে সচেতনতার কাজ করবেন এবং দলের কর্মীরা যেন নিয়ম মেনে চলেন, সাবধানে থাকেন-সেই বিষয়গুলো নিশ্চিত করবেন। সন্ধ্যায় গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে আসেন বিএনপি মহাসচিব। তিনি কয়েকটি ইলেক্ট্রনিক ও গণমাধ্যমের সাংবাদিকদের উপস্থিতিতে ইন্টারনেটে লাইভ সম্প্রচারে করোনাভাইরাস সংক্রামণের সার্বিক পরিস্থিতির ওপর কথা বলেন। এই সময়ে তথ্য ও গবেষণা সম্পাদক রিয়াজউদ্দিন নসু ও চেয়ারপারসনের প্রেস উইংয়ের কর্মকর্তায় শায়রুল কবির খান উপস্থিত ছিলেন। করোনাভাইরাসে মোকাবিলায় সরকারের ছুটি ঘোষণা ও বিভাগীয়- জেলা পর্যায়ে সেনাবাহিনী মোতায়েনের সিদ্ধান্ত সম্পর্কে প্রতিক্রিয়া জানতে চাইলে মির্জা ফখরুল বলেন, করোনাভাইরাসের চিকিৎসা এবং জনগনকে আইসোলেটেড করে রাখার যে ব্যাপারটা আছে- একজন থেকে আরেকজনকে আইসোলেটেড করে রাখা-এ ব্যাপারটাকে সরকারের গুরুত্ব দেয়া উচিত ছিলো। যদিও তারা (সরকার) দেয়া শুরু করেছেন। নর্থ-সাউথ বিশ্ববিদ্যালয়, ব্র্যাক বিশ্ববিদ্যালয় এবং জন হককিন্সের প্রকাশিত মেডিকেল রিপোর্টের কথা উল্লেখ করে তিনি বলেন, এটা একটা আতঙ্কসৃষ্টিকারী একটা রিপোর্ট। বলা হচ্ছে যে, প্রায় ৫ লক্ষ লোক আক্রান্ত এবং বহু মানুষ এখানে মারা যাবে। আমরা প্রথম থেকে বলছিলাম যে, এই বিষয়গুলোকে নজর দিয়ে ব্যবস্থা গ্রহন করবার জন্য। করোনাভাইরাসের কারণে গামেন্টর্স শিল্প রক্ষায় মালিক-শ্রমিকদের সঙ্গে আলোচনা করে ব্যবস্থাগ্রহন এবং প্রান্তিক মানুষের জন্য ভাতা প্রদানে সরকারের প্রতি দাবি জানান মির্জা ফখরুল। দেশের ৬৩জন বিশিষ্ট নাগরিকের দেয়া যুক্ত বিবৃতির প্রতি সমর্থনও জানান তিনি। মির্জা ফখরুল বলেন, আমরা আমাদের তরফ থেকে যতটা সম্ভব অথোরেটির সঙ্গে যোগাযোগ করে তাকে যেন সম্পূর্ণভাবে নিরাপদ রাখা হয় তার জন্য আমরা কথা বলেছি এবং তারা আমাদেরকে নিশ্চয়তা দিয়েছেন যে সেটা তারা করছেন। আপনারা জানেন যে, তার পরিবারের থেকে আবেদন করা হয়েছে যে, সম্পূর্ণভাবে মানবিক কারণে তাকে চিকিৎসার জন্য মুক্ত করা হোক। আমরা যেটা পূর্ণ সমর্থন জানিয়ে সরকারের প্রতি আহ্বান জানিয়েছি যে, তাকে দ্রুত মুক্ত করা হোক।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App