×

রাজধানী

যাত্রী না থাকায় অসহায় দিনমজুর মাঝিরা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৩ মার্চ ২০২০, ০২:০০ পিএম

যাত্রী না থাকায় অসহায় দিনমজুর মাঝিরা

ফাইল ছবি

যাত্রী না থাকায় অসহায় দিনমজুর মাঝিরা

ছবি: ভোরের কাগজ।

করোনার আতঙ্কে চলাচল কমিয়ে দিয়েছে মানুষ। প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছে না তারা। ফলে বিপাকে পড়েছে নদী পারাপার করে জীবিকা নির্বাহ করা মাঝিরা। কামরাঙ্গীচর নুরিয়া মাদ্রাসা ঘাটে নৌকার পেসেঞ্জার না থাকায় অসহায়ের মত তাকিয়ে আছেন তারা।

দেশে এই ভাইরাস যেন দ্রুত ছড়িয়ে না পড়ে সে জন্য এর আগেই বন্ধ করে দেয়া হয়েছে সব শিক্ষাপ্রতিষ্ঠান। অনেক অফিস তাদের কাজ কমিয়ে বাসায় অবস্থান করে চালিয়ে নিচ্ছে।

২৫ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত বন্ধ থাকবে শপিংমলসহ বিপনি প্রতিষ্ঠান এবং ফাস্ট ফুডের দোকান। তবে কাঁচাবাজার, ফার্মেসী ও মুদি দোকান খোলা রাখার নির্দেশ দেয়া হয়েছে।

[caption id="attachment_210863" align="aligncenter" width="800"] ছবি: ভোরের কাগজ।[/caption]

সারাবিশ্বে ছড়িয়ে পড়েছে করোনা ভয়াবহতা। প্রাণঘাতী এই ভাইরাসে এ পর্যন্ত বিশ্বে মারা গেছে ১৪ হাজার ৬৮৭ জন। এর মধ্যে ইতালিতেই মারা গেছে পাঁচ হাজার ৪৭৬ জন। চীনে মারা গেছে তিন হাজার ২৭০, স্পেইনে এক হাজার ৭৭২, ইরানে  এক হাজার ৬৬৫ জন। এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন তিন লাক্ষ ৩৮ হাজার ৭২৪ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন  ৯৯ হাজার তিনজন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App