×

জাতীয়

‘জাতীয় দুর্যোগ’ ঘোষণা করার আহবান ওয়ার্কার্স পার্টির

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৩ মার্চ ২০২০, ০৬:১৬ পিএম

‘জাতীয় দুর্যোগ’ ঘোষণা করার আহবান ওয়ার্কার্স পার্টির
বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি করোনো ভাইরাস সংক্রমণের সর্বশেষ পরিস্থিতি বিবেচনা করে এটিকে ‘জাতীয় দুর্যোগ’ হিসেবে ঘোষণা করা এবং প্রধানমন্ত্রীর প্রত্যক্ষ নেতৃত্বে জাতীয় দুর্যোগ কমিটি গঠন করে পার্শ্ববর্তী দেশগুলোর মতই লকডাউন, আংশিক লকডাউন, প্রতিষ্ঠানিক কোয়ারান্টাইন ও হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করার আহ্বাণ জানিয়েছেন। সোমবার (২৩ মার্চ) পার্টির সভাপতি রাশেদ খান মেননের সভাপতিত্বে ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরোর সভায় এই আহ্বাণ জানানো হয়। স্কাইপের মাধ্যমে অনুষ্ঠিত এই সভায় বলা হয়, ইতিমধ্যেই ৩টি মূল্যবান মাস অতিবাহিত হয়েছে। কিন্তু স্বাস্থ্য মন্ত্রণালয় যেসব ব্যবস্থার কথা বলেছেন বাস্তবে তার অস্তিত্ব দেখা যায় নি; চরম সমন্বয়হীনতা সেখানে কাজ করছে। রোগ তত্ত্ব বিভাগ তাদের সাথে পরীক্ষার জন্য যোগাযোগ করতে হটলাইনে কথা বলতে বললেও তাদের সংযোগ পাওয়া যায় না অথবা রোগীর বিদেশ ফেরত না বলে তাদের পরীক্ষাও করা হয় না। মিরপুরে টোলারবাগের ঘটনা তার প্রমাণ। ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরোর সভায় আরও বলা হয় যে, করোনা ভাইরাস সংক্রমণের সতর্কতার কারণে নিম্ম শ্রমজীবীরা গৃহকর্মীরা বস্তিবাসীরা গণপরিবহন কর্মীরা এক কথায় যারা দিন আনে দিন খায় তারা চরম অনিশ্চয়তায় পড়ে গেছে। শ্রমঘন শিল্প গার্মেন্টস শ্রমিকদেরও একই অবস্থা। এদিকে ক্রয় আদেশ বাতিল করার ফলে গার্মেন্টস কারাখানাগুলো সংকটে পড়েছে। এই অবস্থায় এক শ্রমজীবী ও বস্তিবাসী মানুষের জন্য বিশেষ ব্যবস্থায় ২ সপ্তাহের খাদ্য সরবরাহ (২) গার্মেন্টস শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধের জন্য মালিকদের সহায়তা প্রদান এবং সর্বোপরি সকল নিম্ম বেতনভুক সরকারি-বেসরকারি কর্মচারিদের এই সময়ের জন্য দুর্যোগ ভাতা এবং (৩) সবার স্বাস্থ্য সুরক্ষার ব্যবস্থা করা জরুরি। সকল মহানগরের মেয়র ও কাউন্সিলদের মাধ্যমে ত্রাণ মন্ত্রণালয়ের তৎপরতায় এবং এমপিদের তত্বাবধানে এই ব্যবস্থা করার আহ্বান জানিয়েছে ওয়ার্কার্স পার্টি। একই সঙ্গে যারা এই পরিস্থিতিতে বাজার মূল্য বৃদ্ধি করছে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়ার আহ্বাণ জানিয়েছে। ওয়ার্কার্স পার্টি একই সঙ্গে লক্ষ্য করছে যে, যেকোনো মহামারীতে সতর্কতা অবলম্বন ধর্মীয় বিধান রয়েছে সেখানে পরিচিত কিছু ধর্মবাদী নানা রকম অপপ্রচার ও উত্তেজনামূলক এবং মিথ্যা কথা বলে চলেছে যা বন্ধ করা জরুরি বলে মন্তব্য করা হয়। ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরোর সভায় আগামী ২ সপ্তাহ সকল প্রকার সাংগঠনিক কর্মকাণ্ড স্থগিত রেখে জনসচেতনতামূলক কর্মসূচি অব্যাহত রাখার জন্য পার্টির সকল স্তরের নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানিয়েছে। এই সময়কালে পার্টির সাধারণ সম্পাদক কমরেড ফজলে হোসেন বাদশার সাথে স্কাইপে যোগাযোগ রাখতে সকল জেলাকে নির্দেশ দেয়া হয়েছে। পলিটব্যুরোর সভায় স্কাইপে সংযুক্ত হন পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা, পলিটব্যুরোর সদস্য আনিসুর রহমান মল্লিক, মাহমুদুল হাসান মানিক, কমরেড ড. সুশান্ত দাস, কমরেড নুর আহমদ বকুল, কামরূল আহসান, মুস্তফা লুৎফুল্লাহ প্রমুখ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App