×

জাতীয়

করোনা পরিস্থিতি নিয়ে ২৫ মার্চ প্রধানমন্ত্রীর ভাষণ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৩ মার্চ ২০২০, ১২:২৪ পিএম

করোনা পরিস্থিতি নিয়ে ২৫ মার্চ জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার (২৩ মার্চ) দুপুরে এ তথ্য জানানো হয়েছে।

বাংলাদেশে করোনা ভাইরাসে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ২৭ জন। এর মধ্যে মারা গেছেন দুইজন। মৃত দুইজনই বয়োবৃদ্ধ ছিলেন। এছাড়া এই ভাইরাসে আক্রান্ত হওয়ার পর চিকিৎসা নিয়ে  সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন পাঁচজন।

করোনা মোকাবিলায় দেশে বেশ কয়েকটি জেলা ও রাজধানী ঢাকার মিরপুরে একটি অংশ লকডাউন করে দেয়া হয়েছে। নিরাপত্তার জন্য বন্ধ করে দেয়া হয়েছে সব শিক্ষাপ্রতিষ্ঠান। ২৫ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত বন্ধ থাকবে শপিংমলসহ বিপনি প্রতিষ্ঠান এবং ফাস্ট ফুডের দোকান। তবে কাঁচাবাজার, ফার্মেসী ও মুদি দোকান খোলা রাখার নির্দেশ দেয়া হয়েছে।

সারাবিশ্বে ছড়িয়ে পড়েছে করোনা ভয়াবহতা। প্রাণঘাতী এই ভাইরাসে এ পর্যন্ত বিশ্বে মারা গেছে ১৪ হাজার ৬৮৭ জন। এর মধ্যে ইতালিতেই মারা গেছে পাঁচ হাজার ৪৭৬ জন। চীনে মারা গেছে তিন হাজার ২৭০, স্পেইনে এক হাজার ৭৭২, ইরানে  এক হাজার ৬৬৫ জন। এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন তিন লাক্ষ ৩৮ হাজার ৭২৪ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন  ৯৯ হাজার তিনজন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App