×

আন্তর্জাতিক

করোনায় ভারতের ৮০ জেলায় ‘লকডাউন’

Icon

nakib

প্রকাশ: ২৩ মার্চ ২০২০, ০৩:২২ পিএম

করোনায় ভারতের ৮০ জেলায় ‘লকডাউন’

ফাইল ছবি

ভারতে করোনা ভাইরাস মোকাবিলায় ভারতে ১৪ ঘণ্টার জনতা কারফিউ শেষে এখন প্রায় ৮০টি জেলায় সর্বাত্মক লক-ডাউন করে দেয়া হয়েছে। বিশ্বের দ্বিতীয় সর্বাধিক মানুষের বসতির এ দেশটিতে করোনা ভাইরাস ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে।

লক-ডাউনের মধ্যে শুধুমাত্র জরুরি সেবাগুলো খোলা রেখে বাকি সব ধরনের সেবা বন্ধ থাকবে। এদিকে দিল্লিকে অন্য শহর থেকে বিচ্ছিন্ন করে ফেলা হয়েছে। ২ কোটি মানুষের এ শহরে ৩১ মার্চ পর্যন্ত সবধরণের দোকান-পাট ও সরকারি-বেসরকারি সকল অফিস বন্ধ করে দেয়া হয়েছে। তাড়াছা ভারতীয় রেলের প্রায় আড়াই কোটি যাত্রী ৩১ মার্চ পর্যন্ত রেল সেবা থেকে বঞ্চিত হবেন।

উল্লেখ্য, দেশটিতে এ পর্যন্ত ৪১৭ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে এবং মৃত্যু হয়েছে ৭ জনের।  মুম্বাই, বেঙ্গালোর, পোনে, হায়দারাবাদ কলকাতা সহ সব বড় শহরে লক- ডাউনের ফলে নজিরবিহীন স্থবিরতা দেখা দিয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App