×

পুরনো খবর

সিলেটে আইসোলেশনে থাকা প্রবাসী নারীর মৃত্যু

Icon

nakib

প্রকাশ: ২২ মার্চ ২০২০, ১০:০৯ এএম

সিলেটে আইসোলেশনে থাকা প্রবাসী নারীর মৃত্যু

সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতাল

করোনা ভাইরাসে আক্রান্ত সন্দেহে সিলেট শহীদ শামসুদ্দীন হাসপাতালের আইসোলেশন ইউনিটে চিকিৎসাধীন এক নারীর মৃত্যু হয়েছে। রবিবার (২২মার্চ) ভোর ৪ টার দিকে তার মৃত্যু হয়। মৃত নারী যুক্তরাজ্যফেরত একজন প্রবাসী ছিলেন।
শহীদ শামসুদ্দীন হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, ওই নারীর আনুমানিক বয়স ৬১ বছর। যুক্তরাজ্য ফেরত ওই নারী নগরের শামীমাবাদ আবাসিক এলাকার বাসবাস করতেন। গত ৪ মার্চ যুক্তরাজ্য থেকে দেশে ফেরার পর তার জ্বর-সর্দি-কাশি ও শ্বাসকষ্ট দেখা দেয়। তাকে করোনা ভাইরাসে আক্রান্ত সন্দেহে ২০ মার্চ থেকে হাসপাতালের আইসোলেশন ইউনিটে রাখা হয়। হাসপাতাল সূত্রমতে, আইইডিসিআর থেকে লোক এসে ওই নারীর রক্তের নমুনা নেওয়ার কথা ছিল। কিন্তু নমুনা নেওয়ার আগেই তার মৃত্যু হয়েছে।  উল্লেখ্য, হাসপাতালটিতে আরও কয়েকজন চিকিৎসারত অবস্থায় আছেন বলে জানা গেছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App