×

জাতীয়

শ্যামবাজারে র‌্যাবের অভিযান, ৪১ লাখ টাকা জরিমানা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২২ মার্চ ২০২০, ০৮:৪৪ পিএম

শ্যামবাজারে র‌্যাবের অভিযান, ৪১ লাখ টাকা জরিমানা
রাজধানীর শ্যামবাজারে অভিযান চালিয়ে অতিরিক্ত মূল্যে পেয়াজ, রসুন,আলু ও আদা বিক্রির অপরাধ প্রমান হওয়ায় একটিকে সিলগালা করাসহ ২১টি আড়ৎকে প্রায় ৪১ লাখ টাকা জরিমানা করেছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। র‌্যাব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলমের নির্দেশনায় রবিবার (২২ মার্চ) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এ অভিযান চালানো হয়। অভিযানে সহায়তা করে মেজর শাহারিয়ার জিয়াউর রহমানের নেতৃত্বে র‌্যাব-১০ এর একটি দল। ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম বলেন, করোনা পরিস্থিতিকে পূজি করে একদল অতি মুনাফালোভী ব্যক্তি দ্রব্য মূল্যের দাম বাড়িয়ে অতিরিক্ত মুনাফার চেষ্টা করছে। এমন পরিস্থিতিতে সূত্রাপুর থানাধীন শ্যামবাজার আড়তে রবিবার সকাল ৮টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত অভিযান চালিয়ে অতিরিক্ত মূল্যে পেয়াজ, রসুন, আলু ও আদা বিক্রি করায় মেসার্স নিউ বাণিজ্যালয়কে ৫ লাখ, মেসার্স বাণিজ্যালয়কে ২ লাখ, মেসার্স বাণিজ্যালয়কে ৩ লাখ, কাজী এন্টারপ্রাইজকে ২ লাখ, মেসার্স সিকদার এন্ড সন্সকে ১ লাখ, মেসার্স আলামিন ট্রেডার্সকে ১ লাখ, মেসার্স শ্রী রাজলক্ষী ভাণ্ডারকে ২ লাখ, নিউ স্বপ্ন বাণিজ্যালয়কে ২ লাখ, মেসার্স কুদ্দুস বাণিজ্যালয়কে ১ লাখ, মেসার্স মকছিদ ট্রেডিংকে ৫ লাখ, লালন শাহা ভাণ্ডারকে ১ লাখ, সেতু বাণিজ্যালয়কে ৫০ হাজার, তাজমহল বাণিজ্যালয়কে ২ লাখ, আল-হাজ্জ বাণিজ্যালয়কে ২ লাখ, মেসার্স নূর বিতানকে ২ লাখ, নগর বাণিজ্যালয়কে ১ লাখ, দয়াল ভাণ্ডারকে ১ লাখ, মেসার্স আমানত ভাণ্ডারকে ২ লাখ, দ্বীপ এন্টারপ্রাইজ ১ লাখ, সেবা কপোর্রেশনকে ২ লাখ ও মেসার্স স্বাধীন বাণিজ্যালয়কে ২ লাখ টাকাসহ মোট ২১ টি আড়ৎকে নগদ ৪০ লাখ ৫০ হাজার টাকা জরিমানা ও ৬ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়া হয়। এছাড়াও এসময় মেসার্স মকছিত ট্রেডিং নামে একটি আড়ৎ সিলগালা করা হয়। কারাদন্ড প্রাপ্ত ব্যক্তিদের ঢাকা কেন্দ্রীকারাগার কেরাণীগঞ্জে পাঠানো হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App