×

আন্তর্জাতিক

ভারতে চলছে ১৪ ঘণ্টার জনতা কারফিউ

Icon

nakib

প্রকাশ: ২২ মার্চ ২০২০, ১২:৫৭ পিএম

ভারতে চলছে ১৪ ঘণ্টার জনতা কারফিউ

ফাইল ছবি

ভারতে চলছে ১৪ ঘণ্টার জনতা কারফিউ

চেন্নাইয়ের রাস্তা

করোনা ভাইরাস থেকে রক্ষা পেতে ভারতের ১৩০ কোটি মানুষকে নিজ গৃহে অবস্থানের জন্য জনতা কারফিউ জারি করা হয়েছে। গত সাপ্তাহে এ কারফিউ জারি করে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানান করোনা মোকিাবেলায় দেশটির সক্ষমতা যাচাইয়ের  একটি পরীক্ষা এ কারফিউটি।

[caption id="attachment_210598" align="aligncenter" width="700"] চেন্নাইয়ের রাস্তা[/caption]

রবিবার (২২মার্চ) সকাল ৭ থেকে রাত ৯টা পর্যন্ত জনতাকে তাদের ঘরে অবস্থানের নির্দেশনা দেয়া হয়েছে। সকাল থেকেই রাজধানী দিল্লি জনমানবশূন্য দেখা গেছে। মেট্রো রেল যোগাযোগ বন্ধ রয়েছে এবং কোন ধরণের প্রাইভেট টেক্সিও চলাচল করছে না। ফলে ভালভাবেই দেশটিতে কারফিউ শুরু হয়েছে।

উল্লেখ্য, দেশটিতে করোনা ভাইরাসে এ পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৩১৫ জন এবং মৃত্যু হয়েছে ৬ জনের।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App