×

সারাদেশ

করোনা আতঙ্কে সুবর্ণচর ‘লকডাউন’

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২২ মার্চ ২০২০, ১০:২৪ পিএম

করোনা আতঙ্কে সুবর্ণচর ‘লকডাউন’
করোনা ভাইরাস আতঙ্কে নোয়াখালীর উপকূলীয় এলাকা সুবর্ণচর উপজেলাকে ‘লকডাউন’ ঘোষণা করেছে উপজেলা প্রশাসন। রোববার (২২ মার্চ) সন্ধ্যায় উপজেলা নির্বাহী অফিসার এএসএম ইবনুল হাসান ইভেন জানায়, সুবর্ণচর উপজেলাকে করোনা ভাইরাস জনিত কারণে রাত ৮টা থেকে ভোর ৬টা পর্যন্ত লকডাউন করা হয়েছে। এ সময় হাসপাতাল-স্বাস্থ্য কেন্দ্র, ঔষধের দোকান ছাড়া সকল দোকান পাট বন্ধ থাকবে। এ সময়ের মধ্যে জনসাধারণকে বাড়ি থেকে বের হতে নিষেধ করা হয়েছে। কেউ নিষেধ অমান্য করে বের হলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। সুবর্ণচর উপজেলা স্বাস্থ্য-কমপ্লেক্স ও উপজেলা স্বাস্থ্য কেন্দ্র সমূহের যে সকল চিকিৎসক-কর্মচারীরা কর্মস্থলে না থেকে জেলা সদরে অবস্থান করেন তাদেরকে কর্মস্থলে থাকতে নির্দেশ দিয়েছেন জেলা সিভিল সার্জন। ‘লকডাউন’ এর ঘোষণা মাইকে প্রচার করার পর এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়েছে। লোকজন বাজারে ছুটাছুটি করে অধিক মূল্যে চাল ডাল সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী ক্রয় করছেন বলে জানা গেছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App