×

আন্তর্জাতিক

এবার লকডাউন হচ্ছে কলকাতা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২২ মার্চ ২০২০, ০৫:৫৯ পিএম

এবার লকডাউন হচ্ছে কলকাতা

লকডাউন কলকাতা শহর

প্রাণঘাতী করোনাভাইরাস মহামারী আকারে ছড়িয়ে পড়ায় সোমবার (২৩ মার্চ) বিকেল ৪টা থেকে ৩১ মার্চ পর্যন্ত কলকাতার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে লকডাউন হয়ে যাচ্ছে কলকাতাসহ রাজ্যের সব শহর। বন্ধ করে দেওয়া হচ্ছে মেট্রো পরিষেবাও। শুধু পশ্চিমবঙ্গ নয়, ভারতের মোট ৭৫টি জায়গা লকডাউন ঘোষণা হয়েছে।

রোববার (২২ মার্চ) ভারতের কেন্দ্রীয় সরকারের মুখ্য সচিবদের সঙ্গে পরামর্শে এম সিদ্ধান্ত নেওয়া নিয়েছে রাজ্যের প্রশাসনিক ভবন নবান্ন। সোমবার বিকাল থেকেই কলকাতাসহ রাজ্যের সব পৌরশহর লকডাউনের সিদ্ধান্ত নিতে চলেছে রাজ্য সরকার। তবে এ সময় সবরকম জরুরি পরিষেবা খোলা থাকবে।

এতে বলা হয়েছে, ডিজেল, কেরোসিন, খাদ্যদ্রব্য, ওষুধের দোকান, প্যাথলজি ল্যাবের মতো অত্যবশ্যকীয় পরিষেবা খোলা থাকবে। অ্যাম্বুলেন্স, হাসপাতাল, চিকিৎসা ব্যবস্থা থাকবে লকডাউনের আওতার বাইরে।

প্রতিবেদনে বলা হয়েছে, পাঞ্জাব, রাজস্থান ইতিমধ্যেই লকডাউন করা হয়েছে। এ ছাড়া মহারাষ্ট্রও লকডাউনের পথে। এ দিকে দেশের ৭৫টি জেলা শহরকে লকডাউন করার প্রস্তাব দিয়েছে কেন্দ্রীয় সরকার। তবে, সব জরুরি পরিষেবা চালু থাকবে বলে জানানো হয়েছে। ভারতীয় সংবাদ মাধ্যম ইকোনোমিক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, ভারতে করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা ৩৪০ জনে দাঁড়িয়েছে। ভারতজুড়ে করোনাভাইরাসে ৭ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া পশ্চিমবঙ্গে করোনাভাইরাসে চারজন আক্রান্ত হয়েছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App