×

জাতীয়

এখন থেকে লাইভে সংবাদ সম্মেলন করবে আইইডিসিআর

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২২ মার্চ ২০২০, ১০:৪১ এএম

এখন থেকে লাইভে সংবাদ সম্মেলন করবে আইইডিসিআর
দেশের করোনা ভাইরাস পরিস্থিতির কারনে এখন থেকে লাইভে সংবাদ সম্মেলন করবে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইন্সটিটিউট (আইইডিসিআর)। এর আগে প্রতিষ্ঠানের সম্মেলন কক্ষে নিয়মিত সংবাদ সম্মেলনের মাধ্যমে এই ভাইরাস সম্পর্কিত বিস্তারিত তথ্য জানাতেন প্রতিষ্ঠানের পরিচালক। এছাড়া বিভিন্ন সময় স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারাও এই সংবাদ সম্মেলন করেন। রবিবার (২২ মার্চ) প্রতিষ্ঠানের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডা. এসএম আলমগীর গণমাধ্যম কর্মীদের কাছে পাঠানো এক ক্ষুদে বার্তায় জানান, "আজকের প্রেস বিফ্রিং হবে না। আমরা পরে জানাবো কখন থেকে হবে এবং অনলাইনে হবে। আমরা লাইভ লিঙ্ক জানিয়ে দেবো।" প্রসঙ্গত, করোনা মোকাবেলায় স্বাস্থ্য বিভাগ বারবারই জনসমাগম এড়িয়ে চলার পরামর্শ দিচ্ছেন। এরই মধ্যে বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের নেতারা জমায়েত করে সংবাদ সম্মেলন না করে অনলাইনে তা করার দাবি জানায়। শনিবার (২১ মার্চ) স্বাস্থ্য মন্ত্রীর সংবাদ সম্মেলনের এত উপস্থিতি নিয়ে প্রশ্ন উঠে। তাছাড়া অনেকেই অনলাইনে লাইভে এবং ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রয়োজনীয় কাজ সারছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App