×

খেলা

একসঙ্গে লড়াই করার আহ্বান তামিমের

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২২ মার্চ ২০২০, ১০:৫৬ এএম

একসঙ্গে লড়াই করার আহ্বান তামিমের

তামিম ইকবাল।

করোনা ভাইরাসের কারণে যেন থমকে গেছে পুরো বিশ্ব। বিভিন্ন দেশে একে একে বন্ধ হয়ে গেছে স্বাভাবিক জীবনযাত্রা। সবাই তাদের দিন পার করছেন তীব্র আতঙ্কে। চীনে সৃষ্ট প্রাণঘাতী এই ভাইরাসে এখন পর্যন্ত ১১ হাজারের বেশি লোক প্রাণ হারিয়েছেন। আর আক্রান্ত হয়েছেন প্রায় ৩ লাখ মানুষ। পুরো বিশ্বের মতো এই ভাইরাসের শঙ্কায় রয়েছে বাংলাদেশ। আর এমন দুঃসময়ে সবাইকে একসঙ্গে লড়াই করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশের ওয়ানডে দলের অধিনায়ক তামিম ইকবাল। গতকাল নিজের ফেসবুক অ্যাকাউন্টে এক ভিডিও বার্তায় এ কথা বলেন তিনি। তামিম বলেন, যদি সবাই করোনা প্রতিরোধের নিয়মগুলো মেনে চলে বা দায়িত্ব নিয়ে চললে এই লড়াইয়ে জিততে পারবে বাংলাদেশ।

বাংলাদেশের অন্য সাধারণ মানুষের মতো করোনা ভাইরাস নিয়ে কিছুটা চিন্তিত তামিম ইকবাল। আর তাই তো সমর্থকদের সাবধান করতে নিজের ফেসবুকে ভিডিও বার্তা নিয়ে হাজির হন তিনি। তামিম তার ভিডিও বার্তায় বলেন, ‘করোনা ভাইরাস সারাবিশে^ ছড়িয়ে পড়েছে, বাংলাদেশও আক্রান্তের সংখ্যা বাড়ছে। উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। তবে সবাইকে সাবধান ও সতর্ক থাকতে হবে। করোনা ভাইরাস প্রতিরোধে দুটি ব্যাপার খুব গুরুত্বপূর্ণ। প্রথমত সবাইকে পরিষ্কার-পরিচ্ছন্ন থাকতে হবে। নিয়ম মেনে বারবার হাত ধুতে হবে। চোখ, মুখ ও নাকে হাত দেয়া যাবে না। দ্বিতীয়ত সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে।’

এছাড়া সবাইকে একসঙ্গে দায়িত্ব পালন করতে উদ্বুদ্ধ করেছেন বাংলাদেশের সেরা ওপেনার। তিনি বলেন, ‘করোনা ভাইরাসের বিরুদ্ধে জিততে হলে আমাদের সবাইকে একসঙ্গে দায়িত্ব পালন করতে হবে। খুব প্রয়োজন না হলে বাসার বাইরে না যাওয়া, ভিড় থেকে দূরে থাকা আর বিভিন্ন অনুষ্ঠান এড়িয়ে চলা উচিত।’

পুরো বিশ্ব ও বাংলাদেশে বলতে গেলে এখন চলছে কঠিন সময়। আর কঠিন এই পরিস্থিতিতে ভিডিও বার্তায় দেশের জন্য ত্যাগ স্বীকার করার অনুরোধ জানিয়েছেন তামিম। তিনি বলেন, ‘আমাদের নিজেদের জন্য, পরিবারের জন্য আর দেশের জন্য ত্যাগ স্বীকার করতে হবে। আমাদের পরিবারের যারা বয়স্ক আছেন, তাদের প্রতি আমাদের খেয়াল রাখতে হবে।’

বাংলাদেশে করোনার বিস্তৃতি ঘটেছে বিদেশ থেকে আসা ব্যক্তিদের মধ্য থেকে। এখন পর্যন্ত দেশে ২৪ জনের দেহে এই ভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। আর তাদের প্রত্যেকেই করোনা আক্রান্ত দেশ থেকে এসেছেন। তাই বিদেশ থেকে আসা প্রবাসীদের নিজ বাসায় স্বেচ্ছাবন্দি থাকার অনুরোধও জানিয়েছেন তামিম। তিনি বলেন, ‘প্রবাসী যারা দেশে ফিরেছেন তাদের অনুরোধ করব তারা যেন সব নিয়ম মেনে ১৪ দিন কোয়ারেন্টাইনে থাকেন।’

তামিম মনে করেন সবার মিলিত চেষ্টায় করোনা ভাইরাসের সঙ্গে লড়াই করে নিশ্চিত জয় পাওয়া যাবে, ‘কেউ মিথ্যা বা গুজব ছড়াবেন না, গুজবে কানও দেবেন না। আমি ও আমার পরিবার সব নিয়ম মেনে চলার চেষ্টা করছি। সবাই দায়িত্ব পালন করলে আমরা এ লড়াইয়ে জিতব, ইনশাল্লাহ।’

এদিকে গত পরশু ৩১ বছর বয়সে পা দেন বাংলাদেশের ওয়ানডে দলের নবনিযুক্ত ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। ২০০৭ সালে তিনি ১৮ বছর বয়সে জাতীয় দলে খেলার সুযোগ পান। তিনি এখন পর্যন্ত বাংলাদেশের হয়ে ৬০টি টেস্ট, ২০৭টি ওয়ানডে ও ৭৮টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। টেস্টে তার রান ৪৪০৫, ওয়ানডেতে ৭২০২ ও টি-টোয়েন্টিতে ১৭৫৮। জন্মদিন উপলক্ষে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল তাদের অফিসিয়াল ফেসবুক পেইজ থেকে তামিমকে জন্মদিনের শুভেচ্ছা জানায়। কিন্তু নিজের জন্মদিন সত্তে¡ও করোনা ভাইরাসের কারণে তিনি খুব বেশি একটা স্বস্তিতে নেই। আর তাই তো নিজের সমর্থকদের সাবধান করে দিলেন তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App