করোনাভাইরাস আতঙ্কের মধ্যে জনপ্রশাসন মন্ত্রণালয়ের আওতাধীন চলমান সব প্রশিক্ষণ কোর্স স্থগিত করা হয়েছে। তবে প্রশিক্ষণার্থী কর্মকর্তারা সোমবার (২৩ মার্চ) বিকেল ৫টার মধ্যে স্ব স্ব কর্মস্থলে আবশ্যিকভাবে যোগদানের উদ্দেশ্যে প্রশিক্ষণ কেন্দ্র ত্যাগ করবেন। এক্ষেত্রে তারা যোগদানকালীন ছুটি ভোগ করতে পারবেন না।
অনিবার্য কারণবশত রোববার (২২ মার্চ) হতে প্রতিষ্ঠানগুলোর চলমান সব প্রশিক্ষণ কোর্স স্থগিত করা হয়েছে বলে এক অফিস আদেশে জানানো হয়। পুনরাদেশ না দেওয়া পর্যন্ত জনপ্রশাসন মন্ত্রণালয়ের আওতাধীন প্রশিক্ষণ প্রতিষ্ঠানগুলোর চলমান সব প্রশিক্ষণ কোর্স স্থগিত থাকবে।
‘প্রশিক্ষণার্থী কর্মকর্তাদের কর্মস্থলে প্রত্যাবর্তনের ক্ষেত্রে স্ব স্ব প্রতিষ্ঠান সহযোগিতা করবে। প্রশিক্ষণার্থী কর্মকর্তাগণের স্ব স্ব কর্মস্থলে যোগদানের বিষয়টি তার নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ আগামী ২৪ মার্চের মধ্যে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ প্রশিক্ষণ-১ শাখায় ই-মেইলের মাধ্যমে অবহিত করবেন। অভ্যন্তরীণ প্রশিক্ষণ সংক্রান্ত যেকোনো প্রয়োজনে তিনজন কর্মকর্তার সঙ্গে যোগাযোগর পরামর্শ দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।