×

রাজধানী

র‍্যাবের অভিযান শুনে পেঁয়াজ-আলুর দাম কমালো ব্যবসায়ীরা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২১ মার্চ ২০২০, ১০:৩৬ এএম

র‍্যাবের অভিযান শুনে পেঁয়াজ-আলুর দাম কমালো ব্যবসায়ীরা

আড়তে মজুদকৃত পেঁয়াজ ছবি: ভোরের কাগজ।

রাজধানীর যাত্রাবাড়ীর আড়তে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) ভ্রাম্যমাণ আদালত অভিযান চালালে পেঁয়াজ ও আলুর দাম কমিয়ে ফেলে ব্যবসায়ীরা। শনিবার (২১ মার্চ) ভোরে নির্বাহি ম্যাজিস্ট্রেট সারওয়ার আলমের নেতৃত্বে অভিজান শুরু হলে ৬৫ টাকার পেঁয়াজের কেজি কমে হয় ৪০ টাকা এবং ১১০ টাকা পাল্লা আলুর দাম হয়ে যায় ৭০ টাকা।

সারওয়ার আলম ভোরের কাগজকে জানান, র‍্যাব-১০ এর সহায়তায় সকাল ৬টা থেকে এ অভিজান শুরু হয়। একটি বিশেষ পরিস্থিতিকে পুঁজি করে কিছু অসাধু ব্যবসায়ী আলু ও পেঁয়াজসহ অন্যান্য পণ্য মজুদ করে বেশি দামে বিক্রি করছে। এমন পরিপ্রেক্ষিতেই এ অভিজান চালানো হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App