×

জাতীয়

চট্টগ্রামসহ সব নির্বাচন স্থগিত: ইসি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২১ মার্চ ২০২০, ০৫:৩০ পিএম

চট্টগ্রামসহ সব নির্বাচন স্থগিত: ইসি

ইসির জ্যেষ্ঠ সচিব মো. আলমগীর। ফাইল ছবি

করোনা ভাইরাসের কারণে চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাচন, বগুড়া-১ ও যশোর-৬ উপনির্বাচনসহ সব ধরনের নির্বাচন স্থগিত ঘোষণা করল নির্বাচন কমিশন (ইসি)। শনিবার (২১ মার্চ) বিকাল সাড়ে ৪টায় স্থগিতের ঘোষণা দেন ইসির জ্যেষ্ঠ সচিব মো. আলমগীর।

তিনি জানান, অনির্দিষ্টকালের জন্য সব নির্বাচন স্থগিত ঘোষণা করা হলো। করোনা ভাইরাস পরিস্থিতি ভালো হলে তখন নির্বাচনের বিষয়টি বিবেচনা করবে ইসি।

এক প্রশ্নের জবাবে তিনি জানান, ঢাকা ১০ সহ অন্য দুটি নির্বাচন একেবারে শেষ পর্যায়ে ছিল। যে বন্ধ করার মতো পরিস্থিতি ছিল না। তাই এ উপনির্বাচন করা হয়েছে। তবে ঢাকা ১০ উপনির্বাচনে দুপুর আড়াইটার নাগাদ ৫ শতাংশ এবং অন্য দুটি উপনির্বাচনে ৪০ -৪২ শতাংশ ভোট কাস্ট হয়েছে বলে জানান তিনি।

তিনি আরো বলেন, ভোটারকে ভোট দিতে বাধ্য করা যায় না, ১ শতাংশ ভোট হলেও তা গ্রহনযোগ্য। তিনি বলেন ভোটারদের স্বাস্থ্য চিন্তা করে আমরা স্যানিটেশনের ব্যবস্থা করি, অন্যসব নির্বাচনী ব্যবস্থাপণায কোন ত্রুটি ছবির না, তাই কত শতাংশ ভোট পড়লো সেটা বড় কথা নয়।

ইসি সচিব বলেন, আমরা করো চাপে বোট বন্দ করেনি, করোনার প্রকোপে নির্বাচন স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে ইসি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App