×

জাতীয়

খাদ্য মজুদ করে সঙ্কট সৃষ্টি করবেন না

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২১ মার্চ ২০২০, ০২:১৯ পিএম

দেশে খাদ্যপণ্যের কোনো সংকট নেই। তাছাড়া আমনদানি করার মতোও যথেষ্ট সামর্থ রয়েছে। তাই নভেল করোনাভাইরাস আতঙ্কে ঘরে খাদ্য মজুদ করে কৃত্রিম সংকট সৃষ্টি করবেন না। এ আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার (২১ মার্চ) ঢাকা সিটি কলেজ কেন্দ্রে ঢাকা-১০ আসনের উপনির্বাচনে ভোট দেয়ার পর প্রধানমন্ত্রী আরো বলেন, দেখতে পাচ্ছি কিছু লোক সমানে জিনিসপত্র কিনে মজুদ করছেন বা ঘরে নিয়ে যাচ্ছেন। একজন দেখলাম ৩০ কেজি লবণই কিনে ফেলেছেন! এই ৩০ কেজি লবণ দিয়ে উনি কতদিন খাবেন, আমি জানি না। আর সেটা দিয়ে উনি কী করবেন?

প্রধানমন্ত্রী বলেন, আতঙ্কিত হয়ে অনেকে মাসখানেকের পণ্য কিনতে থাকায় বাজারে পণ্য সঙ্কট দেখা দিয়েছে; অতিরিক্ত চাহিদায় চালসহ বিভিন্ন নিত্যপণ্যের দাম গেছে বেড়ে। প্রধানমন্ত্রী আহ্বান জানিয়ে বলেন, করোনা আতঙ্কে খাদ্যপণ্য ঘরে মজুদ করে বাজারে সঙ্কট সৃষ্টি করবেন না।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App