×

জাতীয়

হাত ধুয়ে উঠতে হবে লঞ্চে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২০ মার্চ ২০২০, ০৮:০২ পিএম

হাত ধুয়ে উঠতে হবে লঞ্চে

বিআইডব্লিউটি এর সংবাদ সম্মেলন।

লঞ্চে ওঠার আগে হাত ধুতে হবে যাত্রীদের। আর যাত্রী নামিয়ে দেয়ার পর প্রত্যেক নৌযানকে জীবানুনাশক দিয়ে পরিষ্কার করতে হবে। প্রশিক্ষণ দিয়ে সচেতন করতে হবে নৌযানের সব কর্মীদেরও। নৌপথে করোনা ভাইরাসের বিস্তার রোধে বিআইডব্লিউটিএ ও লঞ্চ মালিকদের মধ্যে অনুষ্ঠিত বৈঠকে এসব সিদ্ধান্ত নেয়া হয়েছে। শুক্রবার বিকালে ঢাকা নদীবন্দর সদরঘাটে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বিআইডব্লিউটিএর চেয়ারম্যান কমোডর গোলাম সাদেক বৈঠকে সভাপতিত্ব করেন। লঞ্চ মালিকদের সংগঠন যাত্রী পরিবহন সংস্থার সভাপতি মাহবুব উদ্দিন বীরবিক্রম, বদিউজ্জামান বাদল, শাহবুদ্দিন কিসলু, বিআইডব্লিউটিএর সদস্য দেলোয়ার হোসেন, সচিব আবু জাফর হাওলাদার, পরিচালক ওয়াকিল নেওয়াজ, রফিকুল ইসলাম প্রমুখ আলোচনায় অংশ নেন।

বৈঠকে লঞ্চগুলো যথাযথভাবে পরিষ্কার করার বিষয়ে গুরুত্ব দেয়া হয়। তবে যাত্রীদের হাত ধোয়ার বিষয়টি বাস্তবায়ন নিয়ে প্রশ্ন তোলেন লঞ্চ মালিকরা। তারা বলেন, এ সিদ্ধান্ত বাস্তবায়ন করা একটি কঠিন বিষয়। কারণ আমাদের যাত্রীরা এ বিষয়ে সচেতন না, তারা অনেকেই এ নিয়ম মানতে চাইবেন না। এ জন্য প্রশাসনের সহায়তা কামনা করেন তারা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App