×

জাতীয়

সৌদি থেকে ফিরল আটকে পড়া ৪০৬ বাংলাদেশি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২০ মার্চ ২০২০, ১০:০৪ এএম

সৌদি থেকে ফিরল আটকে পড়া ৪০৬ বাংলাদেশি

শাহাজালাল আন্তর্জাতিক বিমানবন্দর

সৌদি আরবে আটকে পড়া ৪০৬ বাংলাদেশি দেশে ফিরেছেন। ফেরত অধিকাংশ যাত্রীই ওমরাহ করতে গিয়ে সৌদিতে আটকা পড়েছিলেন। করোনা ঝুঁকির মধ্যেই গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে সৌদি এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তারা ঢাকায় অবতরণ করেন। এদের মধ্যে দুজনের দেহে তাপমাত্রা বেশি থাকায় তাদের কুয়েত মৈত্রী হাসপাতালে ভর্তি করা হয়েছে। সৌদি সরকারের বিমানবন্দরে আন্তর্জাতিক ফ্লাইট ওঠা-নামায় নিষেধাজ্ঞা থাকলেও ওমরাহ যাত্রীদের মানবিক বিবেচনায় ও বাংলাদেশ সরকারের বিশেষ অনুরোধে তারা ফ্লাইটের অনুমতি দেয় বলে জানা গেছে। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এ এইচ এম তৌহিদ-উল-আহসান বিষয়টির সত্যতা নিশ্চিত করেন। বিমানবন্দর সূত্র জানায়, গত বুধবার শরীরের তাপমাত্রা বৃদ্ধির কারণে কাতার, দুবাই, ওমান, কুয়েত, সিঙ্গাপুর ও মালয়েশিয়াফেরত ৭ জন প্রবাসী বাংলাদেশিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সরাসরি কুয়েত মৈত্রী হাসপাতালে পাঠানো হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App