×

সারাদেশ

লক্ষ্মীপুরে সমাবেশের আয়োজনে জামায়াত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২০ মার্চ ২০২০, ১০:৪২ এএম

লক্ষ্মীপুরে সমাবেশের আয়োজনে জামায়াত
করোনা ভাইরাস মোকাবিলায় সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে লক্ষ্মীপুরের রায়পুরের হায়দারগঞ্জে সাঈদ মঞ্জিলের উদ্যোগে স্থানীয় তাহেরিয়া রমিচ উদ্দিন ঈদগাহ ময়দানে বিশাল সমাবেশ ও খতমের আয়োজনের ঘটনাকে ঘিরে সচেতন মহলে কৌত‚হলের সৃষ্টি হয়েছে। প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে কিভাবে হাজার হাজার লোকের সমবেত করানো হয়েছে এই প্রশ্ন অনেকের। স্থানীয় বেশ কয়েকজনের সঙ্গে আলাপ করে জানা গেছে, এ সমাবেশকে সফল করতে জামায়াত শিবিরের কর্মীরা মরিয়া হয়ে কাজ করছেন। সমাবেশের আগের দিন বিভিন্ন জায়গায় মাইকিংসহ ব্যাপক প্রচার করা হয়েছে। এর মূল নেতৃত্বে ছিলেন হায়দারগঞ্জ তাহেরিয়া কামিল মাদ্রাসার প্রভাষক ও রায়পুর আশ্রাফগঞ্জ জামে মসজিদের খতিব মাওলানা মাহাবুব ইজ্জুদ্দীন জাবেরী আল মাদানী। তিনি জামায়াত শিবিরের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। বিভিন্ন ওয়াজ মাহফিলে জামায়াতের পক্ষ নিয়ে সরকারবিরোধী বক্তব্য দিয়ে আসছেন অনেকদিন থেকে। মাহাবুব স্থানীয় প্রখ্যাত ধর্মীয় নেতা চট্টগ্রাম আন্দরকিল্লা শাহী জামে মসজিদের খতিব মাওলানা সাইয়্যেদ মো. আনোয়ার হোসাইন তাহের জাবেরী আল মাদানী হুজুরের ভাতিজা। ২০১৪ সালে রায়পুর উপজেলা নির্বাচনে জামায়াতের প্রার্থীর পক্ষে কাজ করতে গিয়ে সরকারবিরোধী কার্যক্রমে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে আটক হয়েছিলেন মাহাবুব। নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় কয়েকজন রাজনৈতিক নেতা জানান, করোনা ভাইরাস থেকে মুক্তির জন্য খতমে শেফা সমাবেশে পার্শ্ববর্তী কুমিল্লা, ফেনী, নোয়াখালী ও চাঁদপুরসহ দেশের বিভিন্ন জেলা থেকে জামায়াত শিবিরের কর্মীরা অংশ নিয়েছেন। এ ব্যাপারে জানতে চাইলে রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবরিন চৌধুরী জানান, বুধবার বিকালে সমাবেশ আয়োজকদের ডাকানো হয়েছে। এসময় থানার ওসি, পৌর মেয়র ও সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের উপস্থিতিতে তারা সমাবেশের জন্য ক্ষমা প্রার্থনা চেয়ে নিয়েছেন। এ বিষয়ে জানতে পুলিশ সুপার এএইচএম কামরুজ্জামানের সঙ্গে মুঠোফোনে কয়েকবার যোগাযোগ করা হলেও তিনি ফোন ধরেননি। এ বিষয়ে জানতে চাইলে লক্ষ্মীপুর জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল জানান, তিনি সমাবেশটি সম্পর্কে অবহিত ছিলেন না। উল্লেখ্য, করোনা ভাইরাস মোকাবিলায় সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে বুধবার ফজর নামাজের পরে লক্ষ্মীপুর রায়পুরের হায়দারগঞ্জে সাঈদ মঞ্জিলের উদ্যোগে স্থানীয় তাহেরিয়া রমিচ উদ্দিন ঈদগাহ ময়দানে খতমে শেফা সমাবেশ আয়োজন করা হয়। এতে প্রায় অর্ধলক্ষাধিক লোকের সমাগম হয়। লোকসমাগম বন্ধ রাখার সরকারি নির্দেশনার পরও এ সমাবেশ কিভাবে হলো সে বিষয়ে কিছুই জানত না স্থানীয় প্রশাসন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App