×

অর্থনীতি

বাজার ভারসাম্যহীন না করার পরামর্শ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২০ মার্চ ২০২০, ১০:২৮ এএম

রামপুরা বাজারের চাল বিক্রেতা রহমান মিয়া। প্রতিদিনের মতো দোকান খুলে বসলেও গতকাল বৃহস্পতিবার তার দোকানে ছিল প্রচণ্ড ভিড়। মুহূর্তেই সব চাল বিক্রি করে তিনি খুশি। ভোরের কাগজকে তিনি বলেন, করোনা ভাইরাসের কারণে সব ধরনের দোকান বন্ধ হয়ে যেতে পারে। এমন আতঙ্কে গত কয়েকদিন ধরেই মানুষ বেশি কেনাকাটা করছে। গতকাল এর পরিমাণ আরো বেড়েছে। আর চাহিদা বাড়ার কারণে চালের দামও একটু বেশি। করোনা ভাইরাস আতঙ্কে শুধু চাল নয়, সব ধরনের নিত্যপণ্যের বেচাকেনা কয়েকগুণ বেড়ে গেছে। প্রয়োজনের অতিরিক্ত কেনাকাটায় বাজারের ভারসাম্য নষ্ট হওয়ার উপক্রম হয়েছে। নিত্যপণ্যের পর্যাপ্ত মজুত থাকার পরও উৎপাদন এবং সরবরাহ ব্যবস্থাতেও বিঘ্ন দেখা দিয়েছে। এ সুযোগে বেড়েছে সব ধরনের পণ্যের দাম। এ পরিস্থিতিতে নিত্যপণ্যের বাজার ভারসাম্যহীন না করার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। বাণিজ্য মন্ত্রণালয় বলছে, আতঙ্কিত হয়ে সংরক্ষণের উদ্দেশে বাড়তি কেনাকাটা অহেতুক কাজ। বাজারে সব পণ্যের সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ প্রসঙ্গে রাজধানীর পাইকারি বাজার মৌলভীবাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক গোলাম মাওলা জানান, পণ্য সরবরাহ পরিস্থিতি অনেক ভালো রয়েছে। সংকটের কোনো সম্ভাবনা নেই। পাইকারি পর্যায়ে দাম বাড়ারও কোনো কারণ নেই। জানতে চাইলে কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) সভাপতি গোলাম রহমান ভোরের কাগজকে বলেন, মানুষ তো বুঝতেই পারছে না করোনা ভাইরাস কতদিন থাকবে? এক সপ্তাহ, দুই সপ্তাহ না এক-দুই মাস? সুতরাং বেশি বেশি পণ্য কিনে বাসায় মজুত করাটা বোকামি। সাধারণ মানুষের উচিত, পণ্য মজুত না করে করোনা ভাইরাস মোকাবিলার কৌশল সম্পর্কে সচেতন হওয়া। বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর খোন্দকার ইব্রাহীম খালেদ বলেন, করোনায় আতঙ্কিত হয়ে বাড়তি কেনাকাটায় বাজারে ভারসাম্যহীনতা সৃষ্টি মোটেও কাম্য নয়। এতে করে যাদের হাতে পর্যাপ্ত টাকা আছে, তারা প্রয়োজনের অতিরিক্ত পণ্য মজুত করছেন। অথচ মধ্যবিত্ত বা নিম্নবিত্তরা পড়ছেন বিপাকে। তিনি বলেন, আতঙ্কিত হওয়ার কারণ নেই। সরকারের কাছে নিত্যপণ্যের পর্যাপ্ত মজুত রয়েছে। ভোক্তা হিসেবে আমাদের সবারই সংযমী, ধৈর্যশীল ও যৌক্তিক আচরণ এবং সচেতনতা প্রয়োজন। পাশাপাশি সব ধরনের নিত্যপণ্যের পর্যাপ্ত মজুত ও সরবরাহ সম্পর্কে ভোক্তা সাধারণের কাছে তথ্য পৌঁছানোর বিষয়ে বাণিজ্য মন্ত্রণালয়কে আরো বেশি সক্রিয় হতে হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App