×

সাহিত্য

পোট্রের্টসহ ৫০টি বিষয়ে ছবি আঁকেন শিল্পীরা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২০ মার্চ ২০২০, ০৯:৩৭ পিএম

পোট্রের্টসহ ৫০টি বিষয়ে ছবি আঁকেন শিল্পীরা

ক্যাম্পে এক শিল্পী ছবি আঁকেন।

পোট্রের্টসহ ৫০টি বিষয়ে ছবি আঁকেন শিল্পীরা

দ্বিতীয় জলপাই আর্ট ক্যাম্প উদ্বোধন প্রবীণ চারু শিক্ষক মিহির ভৌমিক।

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সিরাজনগরে দ্বিতীয় জলপাই আর্ট ক্যাম্প বৃহস্পতিবার (১৯ মার্চ ) রাতে সমাপ্ত হয়েছে। ছয়দিনের আর্ট ক্যাম্প শুক্রবার (২০ জুন) সমাপ্ত হবার কথা ছিলো। কিন্তু করোনা ভাইরাসজনিত কারণে নির্ধারিতএক দিনে আগেই সমাপ্ত করা হয়। দেশের ১০ জন চিত্র শিল্পী ৫ দিনে গুণীমানুষের পোট্রের্টসহ ৫০টি বিভিন্ন বিষয়ে ছবি আঁকেন।

এর আগে গত ১৫ মার্চ বিকালে আর্ট ক্যাম্পটি উদ্বোধন ঘোষণা করেন শ্রীমঙ্গলের প্রবীণ চারু শিক্ষক মিহির ভৌমিক। এদিন জলপাই সম্পাদক কবি জাবেদ ভূঁইয়ার সঞ্চলনায় স্বাগত বক্তব্য দেন কবি, গীতিকার ও চিত্রকর কাজী বর্ণাঢ্য।

চারু শিক্ষক বকুল রায়ের সভাপতিত্বে বক্তব্যে দেন নাট্যকার ও নাট্য নির্দেশক আ.স.ম.সালে সোহেল, ইউকে বাংলা প্রেসক্লাব লন্ডনের সাধারণ সম্পাদক মুনজের আহমদ চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক মো.ফখরুল ইসলাম ও চিত্রশিল্পী রাজিব মাহমুদ।

[caption id="attachment_210469" align="aligncenter" width="700"] দ্বিতীয় জলপাই আর্ট ক্যাম্প উদ্বোধন প্রবীণ চারু শিক্ষক মিহির ভৌমিক।[/caption]

ক্যাম্পের দ্বিতীয় দিনে নাট্যকার গোবিন্দ রায় সুমনের সভাপতিত্বে বক্তব্যে দেন প্রামাণ্যচিত্র নির্মাতা প্রকাশ রায় ও কবি লুফ্যাইয় শাম্মী। তৃতীয় দিনে কবি সুনীল শৈশব এর সভাপতিত্বে বক্তব্য দেন লেখক, গবেষক আহমদ সিরাজ, চিত্রশিল্পী মেহেদী হাসান, কবি অসিত দেব, কবি ও সাংবাদিক নূরুল নাভেদ।

চতুর্থ দিনে ব্যান্ড ঘুড়ি সদস্য আকাশ ইসলাম ও সৌরভ ইসলাম গান পরিবেশ করে ক্যাম্প মাতিয়ে রাখেন। ক্যাম্পে চিত্রশিল্পী অনিমেষ রায় পল্লব, চিত্রশিল্পী তাপস রায়, চিত্রশিল্পী মো.নিপু মিয়া, চিত্রশিল্পী সরল চাষা বিন্দু অংশগ্রহণ করেন। এছাড়া ক্যাম্পে অংশগ্রহণ করেন কবি শিমুল জাবালি, কবি সজিব তুষার, গীতিকার রাহুল আচার্য, হাসানুজ্জামান, ফটোগ্রাফার কুমার দীপ্ত রায়, রায়হান আনসারি ও খুরশেদ আলম প্রমুখ

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App