×

আন্তর্জাতিক

নির্ভয়ার চার ধর্ষকের মৃত্যুদণ্ড কার্যকর

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২০ মার্চ ২০২০, ১২:১০ পিএম

নির্ভয়ার চার ধর্ষকের মৃত্যুদণ্ড কার্যকর
অপরাধের ৭ বছর পর অবশেষে মৃত্যুদণ্ড কার্যকর করা হল নয়াদিল্লির বহুল আলোচিত মেডিকেল ছাত্রী নির্ভয়া গণধর্ষণকাণ্ডে ৪ দোষীর। মধ্যরাতের ক্ষমা ভিক্ষার আবেদন খারিজ হয়ে যাওয়ার পর শুক্রবার সকাল সাড়ে ৫টায় দিল্লির তিহাড় জেলে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করা হয় ৪ দোষী- পবন গুপ্তা, মুকেশ সিং, অক্ষয় ঠাকুর ও বিনয় শর্মাকে। সুত্র: হিন্দুস্থান টাইমস/ টাইমস অফ ইন্ডিয়া দোষীদের আইনি লড়াইয়ের শেষ রাস্তাটুকু বন্ধ হয়ে যাওয়ার পর শুক্রবার ৪ জনের মৃত্যুদণ্ড কার্যকরের দিন চূড়ান্ত হয়। তবে মধ্যরাতেও আইনি লড়াই চলান দোষীরা। প্রাণভিক্ষার আবেদন নিয়ে সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয় ৪ দোষী। রাত আড়াইটেয় আদালত বসে। চলে শুনানি। কিন্তু দীর্ঘ শুনানির পর দোষীদের প্রাণভিক্ষার আবেদন খারিজ করে দেয় বিচারপতি আর ভানুমতী, বিচারপতি অশোক ভূষণ ও বিচারপতি এএস বোপান্নার বেঞ্চ। রাষ্ট্রপতির খারিজ করে দেওয়া প্রাণভিক্ষার আবেদনের ওপর শীর্ষ আদালতের বিচারের এক্তিয়ার সীমিত। আগেই ফাঁসি চূড়ান্ত হয়েছে। একই প্রসঙ্গ বার বার আদালতের কাছে উত্থাপন করা যায় না। মূলত এই মর্মে দোষীদের প্রাণভিক্ষার শেষ আবেদন খারিজ করে দেয় ৩ বিচারপতির ডিভিশন বেঞ্চ। এরপরই পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী ভোর সাড়ে ৫টায় ফাঁসির সিদ্ধান্ত-ই বলবৎ থাকে। সেইমতো ভোর সোয়া ৫টায় ৪ দোষীকে ফাঁসির জন্য নির্দিষ্ট স্থানে নিয়ে যাওয়া হয়। তারপর তাদের শারীরিক পরীক্ষা হয়। তারপর ভোর সাড়ে ৫টায় দিল্লির তিহাড় জেলে ফাঁসি দেওয়া হয় ৪ দোষীকে। নির্দিষ্ট সময় পর তিহাড় জেলের ডিরেক্টর সন্দীপ গোয়েল ৪ জনকেই মৃত বলে ঘোষণা করেন। এদিকে ঘটনার ৭ বছর পর হলেও দোষীদের শাস্তি কার্যবর হওযায় সন্তোষ প্রকাশ করে নির্ভয়ার মা আশা দেবী বলেন, আমি আমার কন্যার জন্য গর্বিত, লোকে এখন আমাকে তার নামে চেনে। অবশেষে দেষীদের ফাঁসি দেওয়া হয়েছে, এটা ছিল দীর্ঘ লড়াই। আজ আমরা ন্যায়বিচার পেয়েছি, এই দিনটি দেশের সকল কন্যাদের জন্য উত্সর্গ করছি। আমি বিচার বিভাগ ও সরকারকে ধন্যবাদ জানাই। আশা দেবী আরও বলেন, নির্ভয়ার বিচার পেতে ৮ বছর সময় লাগল। ভবিষ্যতে বিচার প্রক্রিয়া যাতে আরও দ্রুত ও সময়ের মধ্যে এই মর্মে তিনি সরকারের কাছে আবেদন করবেন। বিশেষ করে যদি কোনও ঘটনায় একাধিক দোষী থাকে, তবে যেন কোনওভাবেই বিচারপ্রক্রিয়া বিলম্বিত না হয়, তা নিশ্চিত করার জন্যই সরকারের দ্বারস্থ হবেন তিনি। অপরদিকে নির্ভয়ার পিতা বদরিনাথ সিং বলেন, আজ আমাদের বিজয়। আজকের এই ফাঁসির পর যারাই এধরনের ঘৃণ্য কাজ করার কথা ভাববে, তাদের মনে ভয় হবে । এটি গণমাধ্যম, সমাজ এবং দিল্লি পুলিশের কারণে হয়েছে। সেজন্য তিনি সকলকে ধন্যবাদ জানান। উল্লেখ্য, ২০১২-র ১৬ ডিসেম্বর রাতে দিল্লিতে চলন্ত বাসে গণধর্ষণের শিকার হন প্যারামেডিক্যালের ছাত্রী নির্ভয়া। এক নাবালক সহ ৬ জন মিলে নারকীয় অত্যাচার চালায় নির্ভয়ার ওপর। অত্যাচারের ভয়াবহতায় শিউরে ওঠে ভারত সহ সারা বিশ্ব। দোষীদের শাস্তির দাবিতে সরব হয় সারা ভারত। প্রতিবাদে দেশটির রাজধানী দিল্লি সহ অন্যান্য শহরে রাস্তায় নামে সাধারণ মানুষ। ২০১২-র ডিসেম্বর থেকে ২০২০-র মার্চ মাস, অপরাধের ৭ বছর ৩ মাস পর ফাঁসি হল গণধর্ষণকাণ্ডে দোষী সাব্যস্ত ৪ জনের। অভিযুক্ত বাসচালক রাম সিংহ জেলের ভিতর আগেই আত্মঘাতী হয়েছে। অভিযুক্ত নাবালক ৩ বছর সংশোধনাগারে থাকার পর মুক্তি পেয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App