×

জাতীয়

জাতীয় প্রেস ক্লাবের সব কার্যক্রম বন্ধ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২০ মার্চ ২০২০, ০৩:২৩ পিএম

জাতীয় প্রেস ক্লাবের সব কার্যক্রম বন্ধ

জাতীয় প্রেস ক্লাব

করোনা ভাইরাসের কারণে সারাদেশে সৃষ্ট উদ্ভুদ পরিস্থিতি বিবেচনায় ২১ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত সব ধরনের কর্যক্রম ও সেবা বন্ধ করেছে জাতীয় প্রেস ক্লাব। শুক্রবার (২০ মার্চ) প্রেস ক্লাব সভাপতি সাইফুল আলমের সভাপতিত্বে ব্যবস্থাপনা কমিটির এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

একই সঙ্গে সদস্যসহ সবাইকে জাতীয় প্রেসক্লাবে আসার বিষয়ে নিরুৎসাহিত করা হয়েছে। এ সিদ্ধান্তের কারণে সাময়িক অসুবিধার বিষয়ে দুঃখ প্রকাশ করা হয়েছে। তবে পরিস্থিতির উন্নতি হওয়া সাপেক্ষে প্রতিশ্রুতি দেয়া হয়েছে ক্লাবের স্বাভাবিক কার্যক্রম পুনঃপ্রতিষ্ঠার। উল্লেখ্য, দেশে ইতোমধ্যে করোনাভাইরাসে একজনের মৃত্যু হয়েছে। আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৭ জনে। করোনা ঠেকাতে ইতোমধ্যে সারাদেশে সব ধরনের গণজমায়েত, সমাবেশ নিষিদ্ধ করা ঘোষণা করা হয়েছে। মাদারীপুরের শিবচর উপজেলা ইতোমধ্যে লকডাউন করা হয়েছে। এমন পরিস্থিতি বিবেচনায় দেশের বিভিন্ন ক্লাব ও সংগঠনের কার্যক্রমও সীমিত করা হচ্ছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App