করোনাভাইরাস সংক্রমণের বিস্তার রোধে সতর্কতামূলক ব্যবস্থার অংশ হিসেবে জাতীয় প্রেসক্লাব বন্ধ ঘোষণা করা হয়েছে। ঘোষণা অনুযায়ী আগামী ২১-৩১ মার্চ পর্যন্ত জাতীয় প্রেস ক্লাবের সব ধরণের কর্মকাণ্ড বন্ধ থাকবে।
শুক্রবার (২০ মার্চ) দুপুরে জাতীয় প্রেস ক্লাবের ব্যবস্থাপনা কমিটি এ সিদ্ধান্ত নিয়েছে। পরে সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমীন সাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বিষয়টি জানানো হয়। এতে বলা হয়, করোনাভাইরাসের সংক্রমণ রোধে ২১-৩১ মার্চ জাতীয় প্রেস ক্লাবের সব কর্মকাণ্ড বন্ধ থাকবে। এ সময়ের মধ্যে প্রেস ক্লাবের সব সদস্য, কর্মচারী, কর্মকর্তা ক্লাব চত্বরে আসা থেকে বিরত থাকবেন। উদ্ভুত পরিস্থিতিতে সবার সহযোগিতা একান্ত কাম্য।
বাংলাদেশে করোনাভাইরাসে একজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৯ মার্চ) পর্যন্ত আইইডিসিআর বলছে, সারাদেশে ১৭ জন এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন। পরে চুয়াডাঙ্গার সিভিল সার্জন জানিয়েছেন, তার জেলাতেও একজন বিদেশ ফেরত তরুণ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এদিকে, করোনাভাইরাসের প্রাদুর্ভাব বিবেচনায় নিয়ে মাদারীপুরের শিবচর উপজেলায় লকডাউন করা হয়েছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।