×

জাতীয়

হোম কোয়ারেন্টাইন নিশ্চিতে ভ্রাম্যমাণ আদালত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৯ মার্চ ২০২০, ০৭:০৫ পিএম

হোম কোয়ারেন্টাইন নিশ্চিতে ভ্রাম্যমাণ আদালত

ডিএনসিসির ভ্রাম্যমাণ আদালত পরিচালনা।

হোম কোয়ারেন্টাইন নিশ্চিতে ভ্রাম্যমাণ আদালত গঠন করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসিতে)। কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রোসলিনা পারভীন ও জিনিয়া জিন্নাতের নেতৃত্বে বৃহস্পতিবার (১৯মার্চ) বিকেল ৩টায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত করোনা ভাইরাস গণসংক্রমণ রোধে স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক প্রেরিত কোয়ারেন্টাইন কার্যক্রম এর তালিকা অনুযায়ী গুলশান এলাকায় উক্ত ব্যক্তিদের বাসায় গিয়ে হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করা হয় এবং পাশাপাশি আবাসিক হোটেলগুলোতে প্রবাসী যাত্রী ও কোয়ারেন্টাইনের বিষয়ে মনিটরিং করা হয়।

ভ্রাম্যমাণ আদালত কর্তৃক গুলশান এলাকার হোটেল ওয়েস্টিন, হোটেল ফোর সিজন, হোটেল লং বিচ, হোটেল আমারি ও হোটেল লেকশোর এ করোনা ভাইরাস সম্পর্কিত সচেতনতামূলক নির্দেশনা দেয়া হয়, করোনা প্রতিরোধে তাদের সার্বিক প্রস্তুতি পর্যবেক্ষণ করা হয় এবং হোম কোয়ারেন্টাইন তালিকা অনুযায়ী তাদের নিকট কোনও কোয়ারেন্টাইন আদেশাধীন ব্যক্তি হোটেলে অবস্থান করছেন কিনা তার তথ্য যাচাই করা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App