×

সারাদেশ

হোম কোয়ারেন্টাইনে না থাকায় প্রবাসীকে জরিমানা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৯ মার্চ ২০২০, ০৪:৪২ পিএম

হোম কোয়ারেন্টাইনে না থাকায় প্রবাসীকে জরিমানা
প্রাণঘাতী করোনাভাইরাস ঠেকাতে জারি করা হোম কোয়ারেন্টাইন আদেশ অমান্য করায় ব্র্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় রাসেল মিয়া (৩৪) নামের এক বাহারাইন প্রবাসীকে দশ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। জরিমানা প্রাপ্ত রাসেল পৌরশহরের দূর্গাপুর গ্রামের রফিকুল ইসলামের ছেলে। বৃহস্পতিবার (১৯ মার্চ) দুপুরে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট তাহমিনা আক্তার রেইনা এই ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। এসময় উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর রফিকুল ইসলামসহ স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন। পরে হোম কোয়ারেন্টাইনে থাকা প্রবাসীদের মাঝে উপজেলা নির্বাহী কর্মকর্তা লিফলেট, মাস্ক, হ্যান্ড স্যানিটাইজারসহ স্বাস্থ্য সামগ্রী বিতরণ করেন। পৌরসভার ১ নং ওয়ার্ড কাউন্সিলর ও দূর্গাপুর গ্রামের বাসিন্দা তাজুল ইসলাম জানান, রাসেল গত ১৪ মার্চ বাহারাইন থেকে বাংলাদেশে প্রত্যাবর্তন করেন। নিয়ম অনুযায়ী তাকে হোম কোয়ারেন্টাইনে থাকার কথা। কিন্তু সে নিদের্শ না মেনে এলাকায় ঘুরে বেড়াচ্ছিলেন। এ কারণে তাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করে ভ্রাম্যমান আদালত। উল্লেখ্য গত (১৮ মার্চ ) বুধবারও হোম কোয়ারেন্টাইন আদেশ অমান্য করায় এক ইতালী প্রবাসীকে পাঁচ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমান আদালত।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App