×

সারাদেশ

রাঙ্গামাটির কলেজ গেইট এলাকায় অগ্নিকাণ্ড

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৯ মার্চ ২০২০, ০৩:১৮ পিএম

রাঙ্গামাটির কলেজ গেইট এলাকায় অগ্নিকাণ্ড
রাঙ্গামাটির শহরের কলেজ গেইট এলাকায় ভয়াবহ অগ্নিকান্ডে অর্ধ শতাধিকেরও বেশী দোকান পুড়ে ছাই হয়ে গেছে। আজ মধ্য রাত সাড়ে ৩ টার দিকে অগ্নিকাণ্ডের সুত্রপাত ঘটে। খবর পেয়ে স্থাণীয় জনগন ফায়ার সার্ভিস, সেনা বাহিনীর লোকজন দ্রুত ঘটনাস্থলে এসে প্রায় ৩ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। অগ্নিকাণ্ডের প্রায় ২ কোটি টাকার বেশী ক্ষয় ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। রাঙ্গামাটি ও কাউখালী ফায়ার সার্ভিসের ৮ টি ইউনিট এই আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে। স্থানীয়রা জানান, মধ্য রাত সাড়ে ৩ টার দিকে একটি বিকট শব্দে সকলের ঘুম ভেঙ্গে যায়। এই সময় বাইরে বের হয়ে দেখি কলেজ গেইট এলকাায় আগুন জ্বলছে। মুহুর্তের মধ্যে আগুন পুরো কলেজ গেইট এলাকায় ছড়িয়ে পড়ে। কাছে সেনা রিজিয়ন থাকায় সেনা বাহিনীর সদস্যরা আগুন নিয়ন্ত্রণে ছুটে আসে। কিছুক্ষণ পর ফায়ার সার্ভিসের ৫ টি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে কাজ করতে থাকে। তবে পানি স্বল্পতার কারণে আগুন নেভাতে কষ্ট হয়েছে। রাতের বেলায় আগুনের কারণে কলেজ গেইট এলাকার ৫০ টিরও অধিক মুদির দোকান, চায়ের দোকান, ইলেক্ট্রনিক্স এর দোকান কেউ কোন মালামাল বের করতে পারেনি। রাঙ্গামাটি ফায়ার সার্ভিসের উপ-পরিচালক রতন কুমার নাথ জানান, আমাদেরকে খবর দেয়ার ৪ মিনিটের মধ্যে আমরা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসি। আমরা এসে দেখি পুরো বাজার জুড়ে আগুন ধরে গেছে। আমরা আগুন নিয়ন্ত্রণে আনতে না পেরে কাউখালী ফায়ার ষ্টেশনকে খবর দেয়। তারা ও এসে আমাদের সাথে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। প্রায় ৩ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। ভাগ্য ভালো বাতাস ছিলো না বাতাস থাকলে হয়তো নিজের পাড়ায় অনেক ক্ষতি হতো। অগ্নিকাণ্ডের খবর পেয়ে রাঙ্গামাটি সেনা রিজিয়নের জিটু আই, রাঙ্গামাটি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা তুজ জোহরা, রাঙ্গামাটি জেলা প্রশাসনের নেজারত ডেপুটি কালেক্টর উত্তম কুমার দাশ সহ অন্যান্য কর্মকর্তারা ছুটে যান।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App