×

সাময়িকী

মিস প্যারিস

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৯ মার্চ ২০২০, ০৯:২২ পিএম

তুমি কি আমাকে কিছু বললে নাকি কিছুই বলনি। আইফেল টাওয়ারের ইস্পাত চারুকলার ছায়ায় বসে লুই বুনুয়েল ক্যামেরা প্যান করেছেন মুখর পর্যটকের চলমান গ্রুপ ছবির ফ্রেমে ইংলিশ, জার্মান, ফ্রেঞ্চ, সুইডিশ, আফ্রিকান, স্প্যানিশ ইতালি, জাপানিজ, চাইনিজ, থাই, ইন্দোনেশিয়ান, ভারতীয় গ্লোবাল ফেসবুকের ভেতর অযুত মুখ, নিযুত চোখের ভেতর মনে হলো পাখি তুমি আমার দিকে তাকিয়ে আছ। নাকি আমার দেখার ভুল বিশাল ক্যানভাসের ভিতর একটি মুখই সজীব বাকি সব ব্যাকগ্রাউন্ড ফেড আউট। বিশাল সিম্ফনির ভেতর সকল কণ্ঠস্বর নীরব শুধু একটি কণ্ঠস্বর স্পষ্ট? মাদাম মোয়াজ্জেল পাখি তুমি কি কখনও ইবনে বতুতার সঙ্গে বাংলাদেশে গিয়েছিলে অথবা নিজ বাসভ‚মে সৈয়দ ওয়ালীউল্লাহর সঙ্গে দেখা হয়েছিল। পাখি তুমি কি গুলিয়ে ফেলছ সব। আমি কিন্তু বুকের ভেতর বাংলাদেশ লুকিয়ে রাখা প্রবাসী চিত্রকর শাহাবুদ্দিন নই এই বিপুল বর্ণাঢ্য লাইলাকের ল্যান্ডস্ক্যাপ বাগানের ভেতর বাদল দিনের প্রথম কদমফুল কীভাবে তোমাকে স্পর্শ করল বিথোভেনের মুনলিট সোনাটার ভেতর কী করে রবীন্দ্রসংগীত মাথা তুলে দাঁড়ালো আমি কিছুতেই বুঝে উঠতে পারছিলাম না। মাদাম মোয়াজ্জেল পাখি লুভর মিউজিয়ামে মেসোজোইক চোরাবালির ভেতর ঘুরতে ঘুরতে আমি ফেরার পথ হারিয়ে ফেললেও একটি বিষয় নিশ্চত হই হাইটেক হট্টগোলের ভেতর গ্লোবাল ভিলেজের বিষণ্ন বালিকা পাখি উনিশশ একাত্তর সাতই মার্চের সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হাজার বছরের শ্রেষ্ঠ কনসার্ট ‘এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম’ সেই অজেয় সুর সেই অমিয় বাণীর জলোচ্ছ্বাস ফরাসি বিপ্লবের চেয়েও প্রবলতর বেগে ভাসিয়ে নিয়ে গেছে তোমার মনোভ‚মি বাস্তিল দুর্গের মতো পতন হয়েছে তোমার অহংকার।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App