×

আন্তর্জাতিক

ভারতে ১৪ ঘণ্টার ‘জনতা কারফিউ’ জারি

Icon

nakib

প্রকাশ: ১৯ মার্চ ২০২০, ১১:১১ পিএম

করোনা ভাইরাস মোকাবেলায় ভারতে ১৪ ঘণ্টার কারফিউ জারি করেছে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আগামী ২২ মার্চ রবিবার সকাল ৭ টা থেকে রাত ৯ টা পর্যন্ত ১৪ ঘণ্টা এ কারফিউ চলমান থাকবে। এ সময় সারাদেশের সকল নাগরিককে নিজ নিজ গৃহে অবস্থান করার জন্য অনুরোধ জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী।

‘জনতা কারফিউ’ পালনে জনগণ নিজেরা  নিজেদেরকে সহযোগিতা করবে। এ কারফিউ সকলকে মেনে চলতে আহ্বান জানান মোদি। পরবর্তী কয়েক সপ্তাহ কারফিউ জারি থাকবে বলে ইঙ্গিত দিয়েছেন মোদি। এ সময় জনগণকে আতংকিত না হওয়ার পরামর্শ দেয়া হয়।

 উল্লেখ্য, ভারতে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে ১৬৭ জন যার মধ্যে মৃত্যু হয়েছে চার জনের। প্রতিদিন আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় এ পদক্ষেপ নিল দেশটির সরকার।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App