×

শিক্ষা

ঢাবির সাত কলেজের শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৯ মার্চ ২০২০, ০৪:৪৫ পিএম

ঢাবির সাত কলেজের শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ

নেহাল আহমেদ

সম্প্রতি চলমান করোনা পরিস্থিতি মোকাবেলা শিক্ষা মন্ত্রণালয় দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের ঘোষণা দেবার পর এবার ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সরকারি সাত কলেজের হল বন্ধের নির্দেশ দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) প্রশাসন। আগামীকাল শুক্রবার (২০ মার্চ) সন্ধ্যা ছয়টার মধ্যে হল ছেড়ে চলে যেতে হবে বলে সাংবাদিকদের নিশ্চিত করেছেন ঢাকা কলেজের অধ্যক্ষ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য প্রফেসর নেহাল আহমেদ। বৃহস্পতিবার (১৯মার্চ) দুপুরে তিনি এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, করোনাভাইরাস সংক্রমিত হওয়ার প্রভাব এড়াতে কলেজ বন্ধের পর এবার হল বন্ধের নির্দেশ আসলো। বৃহস্পতিবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্যদের জরুরি বৈঠক শেষে এ সিদ্ধান্ত হয়। তিনি বলেন, আমরা আজ বিকালে ঢাকা কলেজের আট হলের তত্ত্বাবধায়কদের নিয়ে জরুরি বৈঠক শেষে এ বিষয়ে বিস্তারিত জানিয়ে দিবো। শুক্রবার সন্ধ্যা ছায়টার আগে আবাসিক ছাত্রদের হল ছাড়তে হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App