×

সারাদেশ

গুরুদাসপুরে রাস্তা রক্ষায় মাঠে নামলেন পৌর মেয়র

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৯ মার্চ ২০২০, ০৪:১৫ পিএম

গুরুদাসপুরে রাস্তা রক্ষায় মাঠে নামলেন পৌর মেয়র
নাটোরের গুরুদাসপুর পৌরসভার কোটি কোটি টাকার রাস্তা নষ্ট করছে অবৈধ ভাবে মাটি কাটা ট্রাক। এক দিকে সরকারি নীতি মালাকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে দাপটের সাথে ত্রি-ফসলী জমির মাটি কেটে প্রকাশ্যেই চলছে এসব মাটি কাটা ট্রাক। এতে নষ্ট হচ্ছে সরকারি রাস্তা ও কৃষি জমির টপসয়েল। অন্যদিকে ধুলাবালিতে দুষিত হচ্ছে পরিবেশ। যেন এই অপকর্মগুলো দেখার কেউ নেই। নাটোরের গুরুদাসপুর উপজেলার পৌরসভাসহ বিভিন্ন ইউনিয়নের চিত্র এটি। বৃহস্পতিবার (১৯ মার্চ) সকাল ১০টার দিকে সরেজমিনে গিয়ে দেখা যায়, গুরুদাসপুর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক পৌর মেয়র মো.শাহনেওয়াজ আলী মোল্লা রাস্তায় দাঁড়িয়ে অবৈধ মাটি কাটার ট্রাক এবং ট্রলি ঘুরিয়ে দিচ্ছেন নিজ উদ্যোগেই। তাদেরকে অনুরোধ করছেন বিকল্প রাস্তা দিয়ে যাবার জন্য। জানতে চাইলে মেয়র শাহনেওয়াজ আলী জানান, সরকার কোটি কোটি টাকা ব্যায় করে পৌর সভার রাস্তা গুলো তৈরী করেছেন জনগনের কল্যাণের কথা বিবেচনা করে। অথচ কিছু স্বার্থনেষী মহল নিজের স্বার্থ হাছিল করতেই সরকারি বিধিমালাকে অমান্য করে ফসলী জমির মাটি কেটে ইট ভাটায় নিয়ে যাচ্ছেন পৌর সভার – রাস্তার উপর দিয়ে। এভাবে চলতে থাকলে পৌরসভার রাস্তা তো নষ্ট হবেই পাশাপাশি পরিবেশও দুষিত হবে। তাই বাধ্য হয়ে রাস্তা রক্ষায় মাঠে নেমেছি। সকাল ১০টা থেকে ১১ টা পর্যন্ত এক ঘন্টায় প্রায় শতাধিক অবৈধ মাটি কাটার ট্রাক ট্রলি ঘুরিয়ে দিয়েছি বিকল্প রাস্তায়। এ প্রসংগে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তমাল হোসেন বলেন,পুলিশ প্রশাসনের জনপ্রতিনিধিদের পাশাপাশি সামাজিক সচেতনতা বাড়াতে হবে। অন্যথায় এসব অপকর্ম রোধ করা সম্ভব হবেনা। তদুপরি ইতোমধ্যেই অনেক অবৈধ ইট ভাটা এবং পুকুর মালিককে জেল জরিমানা করেছি। আমাদের এ প্রচেষ্টা অব্যাহত থাকবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App