×

জাতীয়

উপনির্বাচন ২১ মার্চেই হবে: ইসি সচিব

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৯ মার্চ ২০২০, ০৫:৪৩ পিএম

আগামী ২১ মার্চ ঢাকা-১০সহ দেশের তিনটি সংসদীয় আসনের উপনির্বাচন হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন ইসি। বৃহস্পতিবার (১৯ মার্চ) বিকেলে নির্বাচন কমিশনের এক জরুরি সভা শেষে এ তথ্য জানান ইসি সচিব মোহম্মদ আলমগীর। এর আগে বিকেল সাড়ে ৩ টায় প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদার সভাপতিত্বে এক জরুরি বৈঠকে বসে কমিশন। সেখানে এ সিদ্ধান্ত হয় বলে জানান ইসি সচিব।

সচিব বলেন, ২১ মার্চ ঢাকা-১০, বাগেরহাট-৪ ও গাইবান্ধা-৩ আসনের উপনির্বাচন হবার কথা রয়েছে। এর জন্য সমস্থ প্রস্তুতি সম্পন্ন হয়েছে। কর্মীদের ট্রেনিং শেষ হয়েছে। এমতাবস্থায় নির্বাচন স্থগিত হলে পূনরায় তাদের ট্রেনিংসহ যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করতে বহু সময় ও প্রার্থীরা আর্থিক ক্ষতির সম্মুখিন হবেন। তারা চাচ্ছেন নির্বাচন করতে। সেকারণে কমিশন মনে করছে আগামী ২১ মার্চের নির্বাচন হবে। তবে আগামী ২৯ মার্চ চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচন, বগুড়া-১ এবং যশোর-৬ সংসদীয় আসনের উপনির্বাচন হওয়ার কথা ছিল তা নিয়ে কমিশন পরে সিদ্ধান্ত নেবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App