×

সারাদেশ

হাটহাজারীতে হোম কোয়ারেন্টাইন না মানায় প্রবাসীকে জরিমানা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৮ মার্চ ২০২০, ০৭:০৯ পিএম

হাটহাজারীতে হোম কোয়ারেন্টাইন না মানায় প্রবাসীকে জরিমানা
কোয়ারেন্টাইনে না থেকে বাইরে ঘোরাফেরার দায়ে হাটহাজারীতে দুবাই ফেরত এক প্রবাসীকে ১০ হাজার জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১৮ মার্চ) সকালে ওই প্রবাসীকে জরিমানা করেন নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুহুল আমিন। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, এক সপ্তাহ আগে দুবাই থেকে দেশে ফিরেন উপজেলার মির্জাপুর ইউনিয়নে চারিয়া গ্রামের সিকদার পাড়ার সুরত মিয়ার ছেলে মোহাম্মদ সাজ্জাদ। স্থানীয় ইউপি সদস্য তাকে সরকারি নির্দেশনা অনুযায়ী ১৪ দিনের হোম কোয়ারেন্টাইনে থাকার অনুরোধ জানান। কিন্তু তিনি সরকারি নিদের্শনা না মেনে যত্রতত্র ঘোরাফেরা করছিলেন। খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে ১০ হাজার টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। নির্বাহী ম্যাজিষ্ট্রেট রুহুল আমিন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, সরকারের নির্দেশনা অনুযায়ী তাকে দু সপ্তাহ(১৪দিন) হোম কোয়ারেন্টাইনে থাকতে হবে। কিন্তু তিনি তা না মেনে প্রকাশ্যে ঘুরাঘুরি করছিলেন। সরকারি নির্দেশনা না মানায় তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App