×

সারাদেশ

রামগঞ্জে প্রবাস ফেরত ৫৯৬ জন লাপাত্তা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৮ মার্চ ২০২০, ০৫:৫১ পিএম

রামগঞ্জে প্রবাস ফেরত ৫৯৬ জন লাপাত্তা
লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার বিভিন্ন গ্রামে প্রবাস ফেরত ১৩ জন কোয়ারেন্টিনে থাকলেও ৫৯৬ জন লাপাত্তা হওয়ার সংবাদে সর্বস্থরে করোনা ভাইরাস আতংক বিরাজ করছে। লাপাত্তাদের সন্ধানে উপজেলা প্রশাসন,পুলিশ প্রশাসন,স্বাস্থ্যকর্মী ও জনপ্রতিনিধিরা গ্রামের বসত ঘরে উপস্থিত হয়েও তাদের সনাক্তের ব্যাপারে কোন কুলকিনারা করতে পারছেন না। এরই সূত্রধরে রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হল রুমে বুধবার (১৮ মার্চ) দুপুরে উপজেলা প্রশাসন,পুলিশ প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ স্থানীয় এবং জাতীয় দৈনিক পত্রিকার সাংবাদিকদের সাথে প্রবাস ফেরত দের করোনা ভাইরাস সনাক্তকরন বিষয়ে জরুরী মতবিনিময় কঠোর নির্দেশনা দেওয়া হয়। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ গুনময় পৌদ্দারের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সার্বিক পরিস্থিতি তুলে ধরে বক্তব্য রাখেন উপজেলা নিবার্হী অফিসার মুনতাসিন জাহান, রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আনোয়ার হোসেন,আবাসিক মেডিকেল অফিসার ডাঃ রৌশন জামিল ভূঁইয়া। মতবিনিময় সভায় বক্তারা বলেন ,গত ১০ দিনে রামগঞ্জ উপজেলাতে ৬০৯ জন প্রবাস ফেতর উপস্থিত হয়েছে,তাদের সন্ধান নেওয়া হচ্ছে। কারো জ্বর,সর্দি,কাশি ও শ্বাস কণ্ঠ হলে হাসপাতালের সামনে স্থাপিত ফ্লু কর্নারে উপস্থিত হয়ে হয়ে ডাক্তার দেখাবে। এছাড়াও অসুস্থ্য রোগীদের জন্য হাসপাতালে ২০ শয্যার আইসোলেসেন ওয়ার্ড প্রস্তুত করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App