×

সারাদেশ

কোয়ারেন্টাইনে না থাকায় এক জনকে জরিমানা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৮ মার্চ ২০২০, ০৬:১১ পিএম

কোয়ারেন্টাইনে না থাকায় এক জনকে জরিমানা
চট্টগ্রামের আনোয়ারায় মুহামম্দ ইদ্রিস (৪৫) নামে দুবাই ফেরৎ প্রবাসীকে অর্থদণ্ড করেছে উপজেলা প্রশাসন। নির্ধারিত ২৪ দিনের কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ অমান্য করায় তাকে ভ্রাম্যমান আদালতে এ জরিমানা করেন আনোয়ারা উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ জোবায়ের আহমেদ। জানা গেছে, উপজেলার বরুমছড়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডের মো. জামাল উদ্দিনের ছেলে মুহাম্মদ ইদ্রিস চলতি মাসের ৮ মার্চ দেশে আসেন। খবর পেয়ে সরকারের নির্দেশনা মানতে অনুরোধ জানালেও সে তা কর্ণপাত না করে প্রকাশ্যে ঘুরাফেরা করছে। বুধবার (১৮ মার্চ) সংবাদটি পেয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলে গিয়ে ভ্রাম্যমান আদালতে তাকে ১০হাজার টাকা জরিমানা করেন। আনোয়ারা উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ জোবায়ের আহমেদ বলেন, সরকারের নির্দেশনানুযায়ী তাকে ২৪দিন হোম কোয়ারেন্টাইনে থাকতে হবে কিন্তু তিনি তা না মেনে প্রকাশ্যে ঘুরাঘুরি করছে। তাকে ভ্রাম্যমান আদালতে জরিমানা করা হয়েছে। কোনো প্রবাসী হোম কোয়ারেন্টাইনে না থেকে প্রকাশ্যে ঘুরাঘুরি করে তাহলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। হোম কোয়ারেন্টাইনে থাকা মানে তাদের আক্রান্ত বলা হচ্ছেনা শুধুমাত্র তাদের পর্বেক্ষণের জন্য কোয়ারেন্টাইনে রাখার বা থাকার নির্দেশ দেয়া হচ্ছে কারণ সে করোনাতে আক্রান্ত কিনা পরে বোঝা যাবে। তাই এ ব্যাপারে সবার সহযোগিতা প্রয়োজন। প্রবাসী যদি আক্রান্ত হয়ে পরিবারে যায় তাহলে প্রথমে তার পরিবারই ক্ষতিগ্রস্থ হবে যার পরিণাম মৃত্যু।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App