×

সারাদেশ

আনোয়ারায় প্রশিক্ষণ-কোচিং সেন্টারে প্রশাসনের অভিযান

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৮ মার্চ ২০২০, ০৫:২৭ পিএম

আনোয়ারায় প্রশিক্ষণ-কোচিং সেন্টারে প্রশাসনের অভিযান

কোচিং সেন্টারে প্রশাসনের অভিযান

করোনা ভাইরাসের সংক্রমণ থেকে শিক্ষার্থীদের সুরক্ষার জন্য আগামী ৩১ মার্চ পর্যন্ত দেশের সরকারি-বেসরকারি সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের নির্দেশ থাকলেও তা অমান্য করে চট্টগ্রামের আনোয়ারার বাংলাদেশ যুব উন্নয়ন একাডেমী বিডাক চালু রাখায় বুধবার (১৮ মার্চ) সকাল এগারোটায় আনোয়ারা সরকারি কলেজের সামনে অভিযান চালিয়ে কোচিং সেন্টার ও কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র বন্ধের নির্দেশ দেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট।

এ সময় পরিচালক মোহাম্মদ সোহেল মিয়ার কাছ থেকে মুচলেকাও নেয়া হয়। উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ জোবায়ের আহমেদের নেতৃত্বে অভিযানে উপজেলা শিক্ষা অফিসার ফেরদৌস হোসেন, আনোয়ারা থানার ওসি তদন্ত মো. দিদারুল ইসলাম সিকদার ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জামিরুল ইসলাম উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ জোবায়ের আহমেদ বলেন, বন্ধের নির্দেশ অমান্য করায় কোচিং সেন্টার ও কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র খোলা রাখায় পরিচালকের কাছ থেকে মুছলেকা নিয়ে বন্ধের নির্দেশ দেয়া হয়। যে সব কোচিং সেন্টার নির্দেশ অমান্য করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App