×

সারাদেশ

হোয়াইক্যং আওয়ামী লীগের উদ্যোগে মুজিববর্ষ পালিত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৭ মার্চ ২০২০, ১০:৪৬ পিএম

হোয়াইক্যং আওয়ামী লীগের উদ্যোগে মুজিববর্ষ পালিত
বাংলাদেশ আওয়ামী লীগ টেকনাফ উপজেলার আওতাধীন হোয়াইক্যং ইউনিয়ন শাখার উদ্যোগে নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতির পিতা শেখ মুজিবুর রহমান এর জন্মশতবার্ষিকী নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে। যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিকলীগ, সেচ্ছাসেবকলীগ, কৃষকলীগের সমন্বয়ে এ মুজিববর্ষ পালন করা হয়। মঙ্গলবার (১৭) মার্চ হোয়াইক্যং কমিউনিটি সেন্টারে সকাল ৮ টা খতমে কোরআন, ৯ টায় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, সাড়ে ৯ টায় বঙ্গবন্ধুর প্রতিকৃতি শ্রদ্ধার্ঘ অর্পন, ১০ টায় কেক কেটে জাতির শ্রেষ্ঠ পুরুষের শততম জন্ম বার্ষিকী উদযাপন, সাড়ে ১০ টায় আলোচনা সভা ও দোয়া মাহফিল এবং দুপুরে খাদ্য বিতরণ করা হয়। এ সব কর্মসূচির নেতৃত্ব দেন হোয়াইক্যং ইউনিয়ন আওয়ামী লীগের নব নির্বাচিত সভাপতি হারুনর রশিদ সিকদার। প্রিতম প্লাজার কমিউনিটি সেন্টারে হারুনর রশিদ সিকদারের সভাপতিত্বে সাধারণ সম্পাদক আজিজুল হকের পরিচালনায় বঙ্গবন্ধুর শততম জন্ম বার্ষিকীর আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানব বিষয়ক সম্পাদক মাষ্টার ফরিদুল আলম, সদস্য গোলাম আকবর মেম্বার, আব্দু রহিম লালু, কামাল উদ্দিন বাচু, ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দের মধ্যে আলমগীর চৌধুরী। বক্তরা বলেন, জাতির পিতার বঙ্গবন্ধুর শততম জন্ম বার্ষিকী (মুজিববর্ষ) পালন করে বিশ্বকে জানিয়ে দেয়া হয় যে, বঙ্গবন্ধু আমাদের আলোকবর্তিকা হয়ে সাথে রয়েছেন। জাতি কখনো তাঁর ত্যাগ তিতীক্ষা ও আদর্শ ভুলবেনা। জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও আওয়ামী লীগের কর্মী হয়ে দেশ ও জাতির তরে কাজ করেই যাবে বলে বক্তারা অভিমত ব্যক্ত করেন। যাদের বিরুদ্ধে মাদকের অভিযোগ রয়েছে, তাদের ব্যাপারে ইউনিয়ন সভাপতি ও সম্পাদক বরাবর তথ্য দেওয়ার অনুরুধ জানান। সভায় ইউনিয়ন বাসিকে সরকারের নির্দেশনা মেনে করোনা ভায়রাস প্রতিরোধে সতর্ক থাকার আহ্বান জানান।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App