×

আন্তর্জাতিক

হোম কোয়ারেন্টাইন চিহ্নিত করতে স্থায়ী সিল

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৭ মার্চ ২০২০, ০৪:১৩ পিএম

হোম কোয়ারেন্টাইন চিহ্নিত করতে স্থায়ী সিল

হোম কোয়ারেন্টাইন চিহ্নিত করতে স্থায়ী সিল ব্যবহার করছে মুম্বাই বিমানবন্দর কর্তৃপক্ষ।

করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে এবং ভিন্ন দেশ থেকে আগত নাগরিকদের চিহ্নিত করতে ভারতের মুম্বাইতে স্থায়ী কালি দিয়ে সিল দিয়ে দিচ্ছে বিমানবন্দর কর্তৃপক্ষ। কর্তৃপক্ষ জানায়, বিদেশ থেকে আগত অনেক নাগরিকই মানছেন না নিষেধাজ্ঞা। ১৪ দিন নিজ বাসায় কোয়ারেন্টাইনে থাকার কথা থাকলেও অনেকেই সচেতনভাবে তা মানছেন না। অনেকে ঘর থেকে বের হয়ে বাজারেও বেড়িয়ে পরছেন। তাই তাদের চিহ্নিত করতেই এই পদ্ধতি গ্রহন করেছেন তারা। কর্তৃপক্ষ সিলটিতে উল্লেখ করে লিখেছে, তারা মুম্বাই এর নাগরিকদের স্বাস্থ্যের নিরাপত্তার জন্য কাজ করতে পেরে গর্বিত এবং সিলে উল্লেখিত তারিখ পর্যন্ত সেই ব্যক্তিকে যদি কেউ বাহিরে দেখতে পায়, তাহলে তারা যেন তাকে বাড়ি ফিরে যেতে বলেন। সারাবিশ্বে করোনা ভাইরাসে এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন এক লাক্ষ ৮৩ হাজার ৭৩৬ জন। এর মধ্যে মারা গেছেন সাত হাজার ১৮০ জন এবং সুস্থ হয়েছে ৭৯ হাজার ৯১১ জন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App