×

জাতীয়

সংসদ ভবন চত্বরে গাছের চারা রোপণ করলেন স্পিকার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৭ মার্চ ২০২০, ০৫:৫১ পিএম

সংসদ ভবন চত্বরে গাছের চারা রোপণ করলেন স্পিকার

বৃক্ষরোপণ কর্মসূচীর শুভ উদ্বোধন করেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী মুজিববর্ষ-২০২০ উপলক্ষে জাতীয় সংসদ ভবন পার্লামেন্ট মেম্বারস ক্লাব চত্বরে গাছের চারা রোপণ করে শিক্ষা মন্ত্রণালয় আয়োজিত শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচীর শুভ উদ্বোধন করলেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। মঙ্গলবার (১৭ মার্চ) বিকেলে গাছের চারা রোপণ করেন তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা মন্ত্রী ডা. দীপু মনি এমপি এবং শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী এমপিসহ অনেকে।

উদ্বোধন শেষে স্পিকার বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন বাঙালি জাতির জীবনে এক অবিস্মরণীয় দিন। মুজিববর্ষ উপলক্ষে বছরব্যাপী বিভিন্ন কার্যক্রম গ্রহণ করা হয়েছে-- যার মধ্যে বৃক্ষরোপণ অন্যতম। পরিবেশবান্ধব বৃক্ষরোপণ কর্মসূচি পরিবেশ সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে উল্লেখ করেন তিনি।

উল্লেখ্য, বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় সারাদেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে ১০০টি করে মোট ৩৩ লাখ বৃক্ষরোপণ করা হচ্ছে। যার মধ্যে হলুদ, পলাশ, নীলমনি, কেবুবিয়াসহ বিভিন্ন ফুল ও ফলের গাছের চারা রয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App