×

পুরনো খবর

দুই মার্কিন নাগরিককে শাহজালাল থেকে ফেরত 

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৭ মার্চ ২০২০, ০১:৪৬ পিএম

দুই মার্কিন নাগরিককে শাহজালাল থেকে ফেরত 

বিমানবন্দর

রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দুই মার্কিন নাগরিককে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। তাদের মধ্যে একজন মার্কিন যুক্তরাষ্ট্র ও অন্যজন আইভরি কোস্টের নাগরিক। মঙ্গলবার (১৭ মার্চ) সকালে বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এ এইচ এম তৌহিদ-উল-আহসান  এ তথ্য জানান।

তৌহিদ-উল-আহসান জানান, মার্কিন দুই নাগরিক সোমবার (১৬ মার্চ) সকালে ঢাকায় আসে। কিন্তু তাদের কাছে কোনো ভিসা ছিল না। সব দেশের জন্য অন-অ্যারাইভাল ভিসা ৩১ মার্চ পর্যন্ত বন্ধ। তাই তাদের ফেরত পাঠানো হয়েছে। সোমবার থেকেই যুক্তরাজ্য ছাড়া ইউরোপের যাত্রীদের বাংলাদেশে আসতে নিষেধাজ্ঞা দেয়া জারি করা হয়।

তিনি বলেন, ইউরোপের যাত্রী নিয়ে বাংলাদেশে প্রবেশ করা যাবে না বলে ফ্লাইটটিকে জানানো হয়েছে। বিমানবন্দরের সার্বিক অবস্থা ভালো। কোনো থার্মাল স্ক্যানার নষ্ট হয়নি। সবগুলোই চালু আছে। অন্যান্য নিরাপত্তা ব্যবস্থা ভালো আছে।

এদিকে করোনা ভাইরাসে বাংলাদেশে এখন পর্যন্ত ১০জন আক্রান্ত হয়েছেন। এর মধ্যে তিন জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।

সারাবিশ্বে করোনা ভাইরাসে এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন এক লাক্ষ ৮২ হাজার ৮৮১ জন। এর মধ্যে মারা গেছেন সাত হাজার ১৭৪ জন এবং সুস্থ হয়েছে ৭৯ হাজার ৮৮৬ জন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App