×

জাতীয়

ঘোষণা ছাড়াই হাতিরঝিলে সপরিবারে প্রধানমন্ত্রী

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৭ মার্চ ২০২০, ০১:৪৭ এএম

ঘোষণা ছাড়াই হাতিরঝিলে সপরিবারে প্রধানমন্ত্রী

বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা ও তার পরিবার। ছবি: ভোরের কাগজ।

কোনো পূর্ব ঘোষণা ছাড়াই হঠাৎ করেই পরিবারের সদস্যদের নিয়ে সোমবার (১৬ মার্চ) রাতে বের হয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সঙ্গে ছিলেন ছোট বোন শেখ রেহানা, কন্যা সায়মা হোসেন পুতুল ও শেখ রেহানার পুত্র রাদওয়ান মুজিব সিদ্দিক ববি।

মূলত, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপনের মাহেন্দ্রক্ষণে প্রস্তুতি দেখতেই প্রধানমন্ত্রী সপরিবারে রাজধানীর হাতিরঝিলে উপস্থিত হয়েছিলেন। হাতির ঝিলে দশ মিনিট অবস্থান করেন এবং মুজিবর্ষের প্রস্তুতি ঘুরে দেখেন। বিষয়টি নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর সহকারী প্রেসসচিব সারোয়ার সরকার জীবন।

সূত্রমতে, রাত সাড়ে দশটায় হঠাৎ করেই প্রধানমন্ত্রী হাতিরঝিলে অনুষ্ঠানের প্রস্তুতি দেখতে চান। প্রধানমন্ত্রী হওয়ার পর এই প্রথম শেখ হাসিনা কোনো অনুষ্ঠানের প্রস্তুতি দেখতে রাতে গণভবন থেকে বের হন। এরপর হাতির ঝিলে উপস্থিত হয়ে মুজিবর্ষ উদযাপনের প্রস্তুতি দেখেন। এ সময় সেখানে আরো উপস্থিত ছিলেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র আতিকুল ইসলাম।

উল্লেখ্য, প্রধানমন্ত্রী হওয়ার পর গেল ১১ বছরে প্রথমবারের মতো কোনো পূর্ব ঘোষণা ছাড়াই কোনো অনুষ্ঠানের প্রস্তুতি দেখতে পরিবারের সদস্যদের নিয়ে রাতে বের হয়েছিলেন প্রধানমন্ত্রী।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App