×

সারাদেশ

স্বপ্ন পূরণের মিশনে সৌদিতে প্রাণ হারালো রাকিব

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৬ মার্চ ২০২০, ০৭:৫২ পিএম

স্বপ্ন পূরণের মিশনে সৌদিতে প্রাণ হারালো রাকিব
স্বপ্ন পূরণের মিশনে সৌদিতে প্রাণ হারালো রাকিব
পাঁচ লাখ টাকা দেনা পরিশোধ ও নিজের এক বুক স্বপ্ন পূরণের আশায় চলতি বছরের ২৯ ফেব্রুয়ারি সৌদি আরবের রিয়াদে পাড়ি জমান নোয়াখালীর রাকিব হোসেন (২৮)। বিদেশ যাওয়ার কিছুদিন আগ পর্যন্ত নোয়াখালী সুপার মার্কেটের তৃতীয় তলার একটি কাপড়ের দোকানে চাকরি করতেন রাকিব। আট ভাই-বোনের মধ্যে রাকিব ছিল তৃতীয়। অনেক আগ থেকে পড়া লেখা বন্ধ থাকায় নিজের স্বপ্ন পূরণ করতে প্রবাস জীবন বেছে নিয়েছিলেন। কিন্তু সেই স্বপ্ন আর পূরণ হয়নি রাকিবের। এক সড়ক দুর্ঘটনায় স্বপ্ন পূরণের মিশনের দু’সপ্তাহের মাথায় নিভে গেছে এ যুবকের প্রাণ। রোববার (১৫ মার্চ) রাতে সৌদি প্রবাসী রাকিবের ভগ্নিপতি আব্দুর রহমান সড়ক দুর্ঘটনায় রাকিবের মৃত্যুর বিষয়টি তার বড় ভাই আতিকুল ইসলাম রুমনকে জানান। মৃত্যুর সংবাদ পাওয়ার পর থেকে বাড়িতে নেমে আসে শোকের মাতম। নিহত রাকিব হোসেন নোয়াখালী পৌরসভার সোনাপুর এলাকার বাদশা মিয়ার বাড়ির মো. বাদশা মিয়ার ছেলে। নিহতের বড় ভাই আতিকুল ইসলাম রুমন ভগ্নিপতি আব্দুর রহমানের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, গত ২৯ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৮টায় বাংলাদেশ ছেড়ে যায় রাকিব। সেখানে আমার ভগ্নিপতি আব্দুর রহমানের মাধ্যমে একটি খাবার দোকানে হোম ডেলিভারির কাজ করত সে। বাংলাদেশ সময় শনিবার রাত ৯টার দিকে কাজ শেষ করে মোটরসাইকেল যোগে বাসায় ফিরছিল সে। পথে মোটরসাইকেলটি অকেজো হয়ে গেলে তা মেরামতের জন্য পাশ্ববর্তী একটি গ্যারেজে নিয়ে যায়। মেরামত শেষে মোটরসাইকেল যোগে বাসায় ফেরার পথে প্রথমে একটি গাড়ি তাকে চাপা দিলে মোটরসাইকেল থেকে সে ছিটকে সড়কে পড়ে যায়। এর পেছন থেকে আরেকটি দ্রুত গতির গাড়ি তাকে চাপা দিলে সে ঘটনাস্থলে মারা যায়। রাকিবের বন্ধু আব্দুল কাইয়ুম শিমুল জানান, বিদেশ যাওয়ার পর থেকে প্রতিদিন রাকিবের সাথে তার সব বন্ধুর মোবাইলে কথা হতো। সে খুব মিশুক ছিল। নিহত রাকিবের লাশ দেশে আনতে সরকারের সহযোগিতা চেয়েছেন তার পরিবারের সদস্যরা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App