×

প্রবাস

সিঙ্গাপুরে মুজিব বর্ষের অনুষ্ঠান স্থগিত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৬ মার্চ ২০২০, ০৬:০৮ পিএম

সিঙ্গাপুরে মুজিব বর্ষের অনুষ্ঠান স্থগিত
করোনা ভাইরাসের সচেতনতায় সিঙ্গাপুর আওয়ামী লীগের আয়োজনে মুজিব বর্ষের অনুষ্ঠান স্থগিত করা হয়েছে। রবিবার (১৫ মার্চ) সিঙ্গাপুর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আলেক হোসেন এর সভাপত্বিতে ভার প্রাপ্ত সাধারণ সম্পাদক আলী রহমত জয়ের পরিচালনায় জরুরী আলোচনা সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপনে সিঙ্গাপুর আওয়ামী লীগের পক্ষ থেকে জাকজমক পূর্ণ আয়োজনের কথা ছিলো কিন্তু সাম্প্রতিক সারা বিশ্বে করোনা ভাইরাসের কারনে জনজীবনে আত্বঙ্ক বিরাজ করছে। বিশেষ করে সিঙ্গাপুরের সরকারের পক্ষ থেকে যে বিশেষ সর্তকতা দেওয়া হয়েছে এবং সব ধরনের জনসমাগম এবং সভা থেকে দূরে থাকতে বিশেষ সর্তকতা দেওয়ার কারণে সকল অনুষ্ঠান স্থগিতের সিদ্ধান্ত দেওয়া হয়। বর্তমানে করোনা ভাইরাসের আতঙ্কের কারণে সিঙ্গাপুরের সরকারের পক্ষ থেকে আগামী ৫ দিনের জন্য সবগুলো মসজিদ বন্ধ করে দেওয়া হয়েছে । গতকাল পর্যন্ত সিঙ্গাপুরে করোনা ভাইরাসের আক্রান্ত রোগীর সংখ্যা ২২৬ জন, সম্পূর্ণ সুস্থ হয়ে বাসায় ফিরেছে ১০৫ জন, বর্তমানে হসপিটালে ভর্তি রয়েছে ১২১ জন, আইসিইউতে রয়েছে ১৩ জন, এখন পর্যন্ত সিঙ্গাপুর করোনা ভাইরাসে কোনো মৃত্যু হয়নি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App