×

সারাদেশ

মাদারীপুরে ২১২ ব্যক্তিকে হোম কোয়ারেন্টাইন থাকার নির্দেশ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৬ মার্চ ২০২০, ০৭:৩০ পিএম

মাদারীপুরে ২১২ ব্যক্তিকে হোম কোয়ারেন্টাইন থাকার নির্দেশ
সম্প্রতি শতাধিক ব্যক্তি ইতালিসহ বিভিন্ন দেশ থেকে মাদারীপুরে এসেছে। এদের মধ্যে বেশ কয়েকজনের মধ্যে করোনাভাইরাসের বিভিন্ন উপসর্গ দেখা দিলে দুই জনকে ঢাকার আইসোলেশনে রাখা হয়। এছাড়া করোনাভাইরাসে আক্রন্তের সন্দেহে ২১২ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। সোমবার (১৬ মার্চ) দুপুরে মাদারীপুর জেলার সিভিল সার্জন ডা. মো. শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। সিভিল সার্জন ডা. মো. শফিকুল ইসলাম জানান, গত ২৪ ঘন্টায় মাদারীপুর জেলায় নতুন করে ৩৬ জনকে করোনাভাইরাস আক্রান্তের সন্দেহে হোম কোয়ারেন্টাইনে রাখার নির্দেশ দেয়া হয়। এছাড়া প্রতিটি ইউনিয়ন স্বাস্থ্য সহকারীদের নির্দেশ দেয়া হয়েছে, গেলো এক মাসে কতজন ইতালিসহ বিভিন্ন দেশ থেকে মাদারীপুরে এসেছে এদের তথ্য সংগ্রহ করার। তাদের চিহ্নিত করেও প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। তবে যারা হোম কোয়ারেন্টাইনে না থেকে নির্দেশ অমান্য করবে, তাদের ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হবে। এসব নিয়ে আতঙ্কিত না হওয়ার অুনরোধ জানিয়েছেন তিনি। হাঁচি কাঁশির সময় নিয়ম মেনে চলার পরামর্শ দিয়েছেন। এছাড়াও প্রয়োজন ছাড়া জনসমাগম না করার অনুরোধ করেন তিনি। স্বাস্থ্য বিভাগের তথ্য মতে, করোনাভাইরাস প্রতিরোধে মাদারীপর সদর হাসপাতালের নতুন ভবনে একশ শয্যা প্রস্তুত করা হয়েছে। এছাড়াও সদর হাসপাতালের পুরাতন ভবনের দুটি কেবিনের ৪টি বেড প্রস্তুত করা হয়েছে। এছাড়া চারটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে ২টি করে বেড প্রস্তুত রাখা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App